এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে তৃণমূলের ঘুম ওড়াচ্ছে টিকিট বিলি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা-গুলি

পঞ্চায়েতের আগে তৃণমূলের ঘুম ওড়াচ্ছে টিকিট বিলি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা-গুলি

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত দেগঙ্গা। স্থানীয়দের মতে ,পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য টিকিট বিলি নিয়েই এই সংঘর্ষ । এই ঘটনায় বোমাগুলিতে জখমের সংখ্যা তিন। পুলিশ দুজন কে গ্রেফতার ও করেছে। বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্যে এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম দিন দুয়েক আগে দেগঙ্গায় বৈঠক করেন। এদিন বিধায়ক বলেন এলাকায় যাঁর সংগঠন মজবুত তিনিই টিকিট পাবেন। ঐদিন বিধায়কের উপস্থিতির কারণে দু পক্ষ কার্যত কোনো বিরূপ আচরণ করেনি। এরপর বিধায়ক চলে গেলে শনিবার গভীর রাত থেকে দেগঙ্গার বিভিন্ন জায়গায় বোমাবাজি শুরু হয়। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়্বলেও জানা গেছে। স্থানীয় নেতা আব্দুর রেজ্জাক মণ্ডল এবং রাজুর মধ্যে এই সংঘর্ষ হয়। মূলত হাদিপুর ঝিকড়া দু নম্বর পঞ্চায়েত এলাকার হরপুরে বড় সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরে দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর নিশানা করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!