এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত পুলিশের সময় নেই, বড়সড় স্বস্তি মুকুল রায়ের

পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত পুলিশের সময় নেই, বড়সড় স্বস্তি মুকুল রায়ের

পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততম সময়ে রাজ্যের পুলিশ প্রশাসনের বদান্যতায় থানা এবং আদালতে দৌড়াদৌড়ি থেকে রেহাই পেলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন কাঁচরাপাড়া থানার তরফ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কিষান কপূরের ডিভিশন বেঞ্চকে জানানো হয়, পঞ্চায়েত ভোটের জন্য তারা খুব ব্যস্ত,তাই মুকুল রায়কে থানার তরফে নোটিশ দেওয়ার জন্য আদালত যেন কিছুটা সময় দেয়। এদিন পুলিশের এই মৌখিক আবেদন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কিষান কপূরের ডিভিশন বেঞ্চ মঞ্জুর করে। পাশাপাশি এই ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ১৪ ই মে পর্যন্ত করে। এই মামলার পরবর্তী শুনানির দিন ১০ ই মে ধার্য হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অনুমান করা যায় তার মধ্যে পঞ্চায়েত নির্বাচন পর্ব সমাপ্ত হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য কাঁচরাপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা মৃণালকান্তি সিংহ রায় এলাকায় মুকুল রায়ের রাজনৈতিক দীক্ষা গুরু হিসেবে পরিচিত ছিলেন । ২০১১-সালে’র ৮ ই জুন গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন মৃনালকান্তি বাবু । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে চিকিৎসার প্রয়োজনে ভর্তি করা হয়। এর বেশ কয়েক বছর পরে হঠাৎ গলার সমস্যা দেখা দিলে তিনি আবার হাসপাতালে ভর্তি হন। ২০১৫ সালে তাঁর মৃত্যু হয়। এরপরে মৃণালকান্তি বাবুর পরিবারের লোকজন অভিযোগ করেন তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি। মুকুল বাবু সেইসময় মৃণালকান্তি বাবুকে হাসপাতালে নিজের নজরদারিতে রেখেছিলেন। মুকুল বাবুই তাঁকে পরিকল্পনা মাফিক খুন করেছেন। অভিযোগ উঠেছে মৃণাল বাবুর পরিবার প্রাথমিকভাবে কাঁচরাপাড়া থানায় মুকুল বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ বিষয়টিতে আমোল দেয়নি। মুকুলবাবু বিজেপিতে যোগ দেবার পরেই মৃণালকান্তি বাবুর পরিবার ব্যারাকপুর আদালতে অভিযোগ দায়ের করেন। এই খবর পেয়ে গ্রেফতারি রুখতে বিজেপি নেতা মুকুল রায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। আদালত অন্তর্বর্তী্কালীন নির্দেশে জানায়,আপাতত মুকুল বাবু’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না।এদিন ঐ মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিলেন মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!