এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটার আগে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটার আগে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী


সামনেই পঞ্চায়েত ভোট আর এর মধ্যেই নাড়েচাড়ে বসেছে সরকার। এদিকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলো এবার রাজ্য সরকারি কর্মদের দিকে মন দিলেন। এদিন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের জন্য অনেক সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।এবার থেকে সুবিধা হলো লোন নেওয়া ,পাশাপাশি ছুটি নেওয়া তাছাড়া ট্র্যাভেল অ্যালায়োন্সের কাজকর্ম দেখাশোনার জন্য যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছিল মমতা সরকার এবার তার আওতায় এলো অবসর কালীন নানা সুযোগ সুবিধা।অবসর কালীন নানা সুযোগ সুবিধা পেতে কালঘাম ছুতে যায় কর্মীদের তাই এবার সেই বিষয়টিকেও এর আওতায় আনা হলো। এর ফলে সব তথ্য অর্থ দপ্তরের পোর্টালে গিয়ে কর্মীরা তাঁদের পাসওয়ার্ড দিয়ে জানতে পারবেন।আগামীদিনে বদলি, পাকা চাকরি হওয়া বা কনফারমেশন, প্রশিক্ষণ, বেতন ক্রম নির্ধারণ হওয়া, পদোন্নতি ।অবসর নেওয়ার আগে পেনশন নির্ধারণ সহ অন্যান্য অবসরকালীন প্রাপ্য মেটানোর প্রক্রিয়া সবই অনলাইন ব্যবস্থায় হয়ে যাবে ।এমনটাই দাবি বাংলার এক সংবাদমাধ্যমের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!