এখন পড়ছেন
হোম > রাজ্য > আগামী পঞ্চায়েতে তৃণমূলের ‘ছক ভাঙার ছক’ বার করে ফেললেন মুকুল রায়

আগামী পঞ্চায়েতে তৃণমূলের ‘ছক ভাঙার ছক’ বার করে ফেললেন মুকুল রায়

ত্রিপুরা নির্বাচনে বহু সংখ্যক আসনে জয়লাভের পরে বিজেপি শিবিরের আত্মবিশ্বাস কার্যত তুঙ্গে । তাই বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে বিজেপি। মুকুল রায়কে পঞ্চায়েত নির্বাচনের আহ্বায়ক করা হয়েসহ। বিশেষ দ্বায়িত্ত্ব পেয়েছেন তিনি। তৃণমূলের একসময়ের ভোট মাস্টার ছিলেন তিনি তাই ভোট নিয়ে তৃণমূলের নারী নক্ষত্র তাঁর চেনা। আর এই কথাই শোনালেন এদিন তিনি।  বিজেপির পঞ্চায়েত কমিটির বৈঠকে পৌরহিত্য করেন মুকুল রায়। সেখানেই তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, ”বাংলার এমন একটা ব্লক নেই বা পঞ্চায়েত নেই, যেখানে তৃণমূলের সঙ্গে লড়াই নেই তৃণমূলের। তৃণমূলের সেই লড়াইকেই হাতিয়ার করতে হবে আমাদের। তাহলেই ফায়দা তোলা যাবে। সেইসঙ্গে মুকুল রায় এদিন তৃণমূলকে বার্তা দিয়েছেন, মনে রাখবেন এটা ২০১৮, ২০১৩ নয়।” সাথে জানান যে এখানেই থেমে নেই বিজেপি শিবির তাদের মূল লক্ষ্য ২০১৯ লোকসভা ও ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!