এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বামফ্রন্ট-কংগ্রেস জোট জল্পনা তীব্রতর হল

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বামফ্রন্ট-কংগ্রেস জোট জল্পনা তীব্রতর হল

সামনের পঞ্চায়েত ভোট আর সেখানে কংগ্রেসকে পশে চাইছে সিপিআইএম। এদিন  সিপিএমের ২৫তম রাজ্য কমিটির বৈঠকের শেষ দিনে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ফের জোটের ডাক দিলেন ও সাথে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলস্তরের দলীয় কর্মীদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বৃদ্ধি করলেন।  সূর্যকান্ত বলেলেন, “বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই। কোনও তফাত্‍ নেই। একটি দু’মুখো সাপ, যার হৃদপিণ্ড একটাই। এদের আটকাতে আমরা নিজেদের শক্তি দিয়ে, বামফ্রন্টগত ভাবে, সহযোগীদের মাধ্যমে একটি ‘বৃহত্‍ মঞ্চ’ থেকে লডাই করব। এটা ফ্রন্ট নয়। এটা একটা মঞ্চ।”তৃণমূল বিজেপিকে বাদ দিলে পরে থাকে কংগ্রেস। যদিও অধীরবাবুও আগেও জোটের পক্ষে বলেছেন। তাই ফের কি জোট হবে সেই নিয়েই জল্পনা শুরু। এদিকে  পঞ্চায়েত নির্বাচনের মাত্র কদিন আগেই মুকুল রায়কে পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক করে মাঠে ময়দানে নেমে পরেছে বিজেপি। সিপিএম এর অভিযোগ,গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে আর এস এস। হিন্দুত্বের জিগির তুলে সংগঠন বাড়াতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও নিজেদের শাসন ভার ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে টানটান উত্তেজনা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে জোটের সম্ভবনা দেখেছে রাজ্যের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!