সরকারি নজরদারি বাড়াতে পঞ্চায়েতগুলিকে মুড়ে দেওয়া হচ্ছে মোবাইলে বিশেষ খবর রাজ্য November 23, 2017 এবার থেকে পঞ্চায়েতাধীন কার্যকলাপের তদারকি ও নজরদারির জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে চলেছে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। তার জন্য জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম (জিআইএস) ভিত্তিক মোবাইল ফোন দেওয়া হচ্ছে সব পঞ্চায়েতকেই। আগে কয়েক দফায় রাজ্যের নটি জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে এই প্রকল্পে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয় আর এবারে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বাকি জেলাগুলিকেও এই ধরনের মোবাইল ফোন দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য স্বশক্তিকরণ প্রকল্পের অধিকর্তা তথা রাজ্যের বিশেষ সচিব সৌম পুরকাইত। গত মঙ্গলবার দুপুরে বহরমপুর রবীন্দ্রসদনে বহরমপুর ও জঙ্গিপুর মহকুমা এলাকার ১২২টি পঞ্চায়েত প্রধানের হাতে মোবাইল সেট তুলে দেওয়া হয় এবং কী ভাবে সেগুলি কাজে লাগাতে হবে সে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। অনুষ্ঠানে জেলাশাসক পি উলগানাথন, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) এনাউর রহমান, জেলা পরিষদের সহ-সভাধিপতি শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। গত বুধবার লালবাগ, ডোমকল ও কান্দি মকুমার বাকি ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে একই ভাবে মোবাইল দেওয়া হয়েছে। আপনার মতামত জানান -