এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চম দফার নির্বাচনের পূর্বেই আবার ভাঙ্গন তৃণমূলে, একাধিক সমর্থক সহ দলত্যাগ বড়োসড়ো হেভিওয়েটের

পঞ্চম দফার নির্বাচনের পূর্বেই আবার ভাঙ্গন তৃণমূলে, একাধিক সমর্থক সহ দলত্যাগ বড়োসড়ো হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই ভাঙ্গন শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলে। নেতা, মন্ত্রী, সমর্থক, কর্মী ছাড়তে শুরু করেছেন দল, পক্ষান্তরে শ্রীবৃদ্ধি ঘটছে বিজেপির। তবে, উল্টো স্রোতও দেখা যাচ্ছে কখনও কখনও, কিন্তু তা সংখ্যার তুলনায় নগণ্য। এবার পঞ্চম দফার নির্বাচনের আগেই হেভিওয়েট যুব নেতা ৪০০ জন কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে।

গতকাল রাজ্য সফরে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আর তাঁর হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন জামুড়িয়ার ১ নম্বর ব্লকের বহু তৃণমূল কর্মী ও যুব তৃণমূল নেতা আলোক দাস। বিজেপিতে যোগ দিয়েই পূর্ব দলের বিরুদ্ধে তোপ দাগলেন সদ্য প্রাক্তন যুব তৃণমূল নেতা। গতকাল একেবারে আনুষ্ঠানিকভাবে তাঁদের যোগদান চললো বিজেপিতে। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন নরোত্তম মিশ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিতে যোগ দিয়েই পূর্ব তৃণমূলকে প্রবল কটাক্ষ করলেন সদ্য প্রাক্তন যুব তৃণমূল নেতা অলোক দাস। তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে কর্পোরেশন ভোট, সব সময় ছাপ্পা মেরেছে তৃণমূল। তৃণমূলে মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো সম্মান নেই। উন্নয়নের নামে এতদিন ধরে চলে এসেছে প্রহসন। তাই বাংলার প্রকৃত উন্নয়নের স্বার্থে তাঁরা যোগদান করলেন বিজেপিতে।

নববর্ষের দিনেই এতজনের একসঙ্গে যোগদানে কার্যত উৎসবের মেজাজে ছিল বিজেপি শিবির। গতকালের এই যোগদানের পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানালেন যে, তৃণমূল কংগ্রেস দলটা এখন একটি ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। তৃনমূলের কর্মী-সমর্থকরা দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। রাজ্যের মানুষ দুর্নীতিবাজ তৃণমূল দলকে আর চাইছেন না। একারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সোনার বাংলা গড়ার স্বপ্নকে পূরণ করতে সকলেই দলে দলে যোগদান করছেন বিজেপিতে।

নববর্ষের দিনেই বহু অনুগামী সহ হেভিওয়েট যুব তৃণমূল নেতার বিজেপিতে যোগদান যথেষ্ট বিপাকে ফেলে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে, এমনটাই একাধিক বিশ্লেষকদের ধারণা। এই ঘটনা নির্বাচনে প্রভাব ফেলে কিনা? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!