এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “পঞ্চায়েত থেকেই রাজ্যে পরিবর্তন” নির্বাচনের ঘোষণা হতেই বড় দাবি দিলীপের!

“পঞ্চায়েত থেকেই রাজ্যে পরিবর্তন” নির্বাচনের ঘোষণা হতেই বড় দাবি দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এক দফায় সেই পঞ্চায়েত নির্বাচন করার কথা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। তবে অল্প সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজ্যে পরিবর্তন শুরু হবে বলে বড় দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি বিজেপি সব রকম ভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানিয়ে দিলেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সব রকম ভাবে প্রস্তুত। প্রত্যেকটি সিটে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে যেভাবে রাজ্যে খুন, অশান্তির পরিবেশ হয়, তাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করালে পরিস্থিতি ভালো হবে। আমরা আশাবাদী যে, পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজ্যে পরিবর্তনের সূচনা হবে।”

একাংশের মতে, হাতে আর মাত্র এক মাস সময়। তার মধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলতে হবে প্রতিটি রাজনৈতিক দলকে। তবে এই অল্প সময়ের মধ্যে বিজেপি সমস্ত বুথে প্রার্থী দিতে পারবে কিনা, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের সেই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপি সব রকম ভাবেই পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত বলে দাবি করলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!