এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত নির্বাচনে কোনো রেয়াত নয়, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর! জেনে নিন!

পঞ্চায়েত নির্বাচনে কোনো রেয়াত নয়, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় প্রতিটি নির্বাচনেই রাজ্যে সন্ত্রাসের অভিযোগ করে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে পৌরসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আর এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করে রাখতে চাইছে গেরুয়া শিবির। স্বভাবতই গোটা বিষয়ে এবার তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে একটি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যদি তৃণমূল ভোট লুটের চেষ্টা করে, তাহলে নন্দীগ্রাম সহ অন্যত্র প্রতিরোধ হবে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস এবং কারচুপি করার চেষ্টা হলে প্রতিরোধ হবে। আর যদি কারচুপি হয়, তাহলে বুথে ইভিএম বের করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, এর আগেও বিধানসভা থেকে শুরু করে পৌরসভা নির্বাচনের প্রচারে এইরকম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু ভোটের দিন অবাধে কারচুপি এবং সন্ত্রাস হলেও তারা কিছুই করতে পারেননি। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের অনেক আগে থেকেই এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে সমঝে যাওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!