এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোটের আগে কল্পতরু রাজ্য, মিড ডে মিল নিয়ে বড় নির্দেশ!

পঞ্চায়েত ভোটের আগে কল্পতরু রাজ্য, মিড ডে মিল নিয়ে বড় নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে স্কুলগুলিতে মিড ডে মিলে এক তরকারি ভাত নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। তবে এবার সেই মিড ডে মিল নিয়ে সমস্ত জেলাশাসকদের বড় নির্দেশ দিল রাজ্য সরকার। যেখানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মিড ডে মিলে পড়ুয়াদের মুরগির মাংস এবং ফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে মিড ডে মিল নিয়ে প্রতিটি জেলার জেলাশাসকদের একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে মিড ডে মিলে পড়ুয়াদের ভাত, ডাল, তরকারির পাশাপাশি মুরগির মাংস এবং ফল দেওয়া হবে। জানা গিয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে 372 কোটি টাকা।

একাংশের দাবি, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তার আগে এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে নিজেদের কল্পতরু ভাবমূর্তি সামনে আনতে চাইছে রাজ্য সরকার। তবে রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে কার্যত খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!