এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েতের আগেই বাংলায় বড় কর্মসূচি বিজেপির, ঘোষণা সুকান্তর!

পঞ্চায়েতের আগেই বাংলায় বড় কর্মসূচি বিজেপির, ঘোষণা সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পঞ্চায়েত নির্বাচন।তৃণমূলের পক্ষ থেকে “দিদির দূত” কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামের মানুষের অভাব, অভিযোগের কথা শোনা হচ্ছে। আর এবার জনসংযোগে বড় কর্মসূচির কথা ঘোষণা করলো গেরুয়া শিবির। যেখানে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে তিনটি দফায় গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হবে। তিনটি দফায় এই কর্মসূচি হবে। প্রথমে তারা গ্রামে গিয়ে উঠোন বৈঠক করবেন, তারপরে শহীদদের পরিবারের সঙ্গে কথা বলবেন। শেষে তারা অমৃত সন্ধ্যা পালন করবেন। গ্রামের বিশিষ্ট মানুষজনের সঙ্গে কথা বলবেন এবং কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষ পেয়েছেন কিনা, সেই বিষয়টি শুনবেন।”

অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে যেতে বিজেপি যুব মোর্চার এই অভিনব কর্মসূচি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!