এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের আগে কি ফোরফ্রন্টে মুকুল! তুঙ্গে জল্পনা!

পঞ্চায়েতের আগে কি ফোরফ্রন্টে মুকুল! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর থেকেই মুকুল রায়ের নানা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি অসুস্থ। তাই এইরকম কথা বলছেন। আর এই পরিস্থিতিতে যে মুকুল রায়কে একসময় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হত, সেই মুকুল রায়কে কার্যত রাজনীতি থেকে অনেক দূরে সরে যেতে দেখা গিয়েছিল। তবে এবার ধীরে ধীরে কি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন মুকুল রায়! ইতিমধ্যেই তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীরা দেখা করতে শুরু করেছেন। আর এবার সেই মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।

সূত্রের খবর, সোমবার মুকুল রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। জানা গিয়েছে, মুকুল রায়ের বাড়ির কালীপুজোয় আসেন এই তৃনমূল নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বড় দায়িত্বে দেখা যেতে পারে মুকুলবাবুকে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার কথা হয়েছে বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!