এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > BREAKING- এবার করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল বিধায়কের ছেলে! হোম কোয়ারেন্টাইনে পুরো পরিবার

BREAKING- এবার করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল বিধায়কের ছেলে! হোম কোয়ারেন্টাইনে পুরো পরিবার


রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় প্রতিদিনই সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জানা গেছে শুক্রবার এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজন বৃদ্ধ ও একই বাড়ির সদস্য একজন বৃদ্ধার শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে। এবার এদিনই রাজ্যের শাসকদলের বিধায়কের পুত্রের শরীর মিলল করোনা সংক্রমণ।

জানা গেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের কনিষ্ঠ পুত্র সম্প্রতি আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলিতে ত্রাণ দিতে গিয়েছিলেন। সূত্রের খবর তিনি সন্দেশখালি এলাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য নৈহাটি, ব্যারাকপুর, বারাসাত ও পানিহাটি এলাকার যুব তৃণমূল নেতাদের সঙ্গে ত্রাণ দিতে যান। প্রসঙ্গত বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলার যুব তৃনমূলের সহ-সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে ত্রাণ বিলি করে ফেরার পরেই এই যুবনেতা অসুস্থ হয়ে পড়েন। গত তিন চার দিন ধরে তার শরীরে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি করোনার উপসর্গগুলি ক্রমাগত প্রকাশ পেতে থাকে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর কোভিড পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী অসুস্থ থাকা অবস্থাতেই গত বৃহস্পতিবার বিকালে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, ছাত্র যুব সহ ব্লক ও টাউনস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিজের ঘরে বসেই অনলাইন ভিডিওর মাধ্যমে বৈঠক করেন তিনি। এরপরই তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে এবং সাথে সাথে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান বলে খবর।

প্রসঙ্গত স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এই যুবনেতা কতজন মানুষের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখে তাদের করোনা পরীক্ষা করা হবে। তবে ত্রাণ বিলি করতে গিয়ে কতজন মানুষের সংস্পর্শে এসেছেন তা নিয়ে যথেষ্টই আতান্তরে পড়েছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই তার সংস্পর্শে আসা মানুষজনদের‌ খুঁজে বের করার কাজ শুরু হয়ে গেছে। এমনকি জানা গেছে বিধায়কের বাড়ির প্রত্যেককেই কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!