“পাপ করলেই পুরস্কার” পানিহাটি পৌরসভার নয়া চেয়ারম্যানকে কটাক্ষ হেভিওয়েটের! কংগ্রেস তৃণমূল রাজনীতি রাজ্য March 22, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল পানিহাটি পৌরসভার নয়া চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে মলয় রায়কে সরিয়ে যিনি চেয়ারম্যান হয়েছেন, তাকে নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। অভিযোগ, অভয়াকাণ্ডের সময় তিনি তড়িঘড়ি মৃতদেহ সৎকার করেছিলেন। আর সেই ব্যক্তিকে চেয়ারম্যান করে তৃণমূল তাকে পুরস্কার দিলো বলেই অভিযোগ করছে একাংশ। আর এবার পাপ করলেই পুরস্কার বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীরবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যেখানেই যা দেখবেন, বড় বড় ঘটনায় সমস্ত তৃণমূলের পাপী লোকেরা ক্ষমতায় বসে আছে। পাপ করলেই পুরস্কার, আর পুন্য করলেই তিরস্কার। এটাই এখন তৃণমূল আমলে নিয়ম হয়ে গিয়েছে।” আপনার মতামত জানান -