এখন পড়ছেন
হোম > জাতীয় > পাঁপরের পর নয়া নিদান! কাদায় বসে শাঁখ বাজিয়ে করোনা তাড়াচ্ছেন বিজেপি সাংসদ! উঠল হাসির রোল!

পাঁপরের পর নয়া নিদান! কাদায় বসে শাঁখ বাজিয়ে করোনা তাড়াচ্ছেন বিজেপি সাংসদ! উঠল হাসির রোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভারতে বুকে থাবা অব্যাহত রেখেছে। কিছুতেই মুক্তি মিলছে না এই সংক্রামক ব্যাধির হাত থেকে। করোনা থেকে মুক্তির উপায় হিসেবে একসময় কেউ মানুষ মদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কেউ নাকে সর্ষের তেল দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কেউবা পরামর্শ দিয়েছিলেন গোমূত্র পানের, কেউ দিয়েছিলেন ফেজটুপি পরিধানের।

তবে করোনা রোধের এই পরামর্শগুলি যে পরবর্তীকালে পুরোটাই হাস্যকর প্রমাণিত হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতির মধ্যেই গত মাসে বিজেপির জনৈক কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল দাবি করেছিলেন, ‘ভাবীজি’ পাপের খেলেই করোনা সেরে যাবে। কিন্তু করোনা সারা তো দূরের কথা, এর কিছুদিন পরেই তিনি নিজেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার করোনা তাড়ানোর এক উপায় বাতলালেন রাজস্থানের জনৈক বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া। এ বিষয়ে তিনি দাবি করেছেন, কাদার মধ্যে বসে শঙ্খ বাজালেই করোনা দূর করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোডও করেছেন। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে হাস্যকৌতুকের পালা।

সংবাদসূত্র অনুযায়ী, রাজস্থানের সাওয়াই মাধোপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া তাঁর ফেসবুক একাউন্টে একটি বিশেষ ভিডিও সম্প্রতি উপলোড করেছেন। করোনা নিবারণের উদ্দেশ্যে তৈরী এই ভিডিওতে দেখা যাচ্ছে সাংসদ নিজের সারা শরীরে কাদা মেখেছেন আর সেইসঙ্গে শাঁখ বাজাচ্ছেন ।

আর একাজ করার পরেই জনগণের উদেশ্যে তিনি জানাচ্ছেন, ” এই সময় কিডনি ও ফুসফুসের কার্যকারিতা যাচাই করা দরকার। আর তাই শাঁখ বাজাতে হবে। করোনার বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর ওষুধ খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হবে। কাদায় বসে পড়তে হবে। সাইকেল চালাতে হবে। শাঁখ বাজাতে হবে। দেশি খাবার খেতে হবে। তা হলেই আর ওষুধ খেতে হবে না।’‌’

দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এমন আজব দাওয়াই দিয়েই তিনি ক্ষান্ত হননি। এই বিজেপি সাংসদ তিনি আরো বলেছেন যে, যারা নিজের সারাদেহে এরকম কাদা মাখতে ভয় পান, তাদের একাজে উৎসাহদানের জন্য তিনি বলছেন, ‘‌‘‌আমি নিজে তাঁদের সঙ্গে কাদায় নামব। বৃষ্টিতে ভিজব।

গ্রামের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে তৈরি হয়। গ্রামের মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাটকা ফল, সবজি খেতে হবে। এগুলো করতে পারলেই করোনা আর ধারে কাছে ঘেঁষতে পারবে না।’‌’

ইতিপূর্বে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়ালের ‘ভাবিজি’ পাপড়ে করোনা রোধের নিদান যেমন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছিল ও সেইসঙ্গে হাসির ঝড় তুলেছিল, এবারেও করোনা বধে এই বিজেপি সাংসদের আজব নিদানও সোশ্যাল মিডিয়ায় খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে ওঠে ও এই হাসির রোল পড়ে যায়। তাঁর এই ভিডিও দেখে কেউ হাসতে হাসতে লুটিয়ে পড়েছেন, কেউবা এ ধরনের আজব ভিডিও আপলোডের জন্য এই সাংসদের শাস্তির দাবিও জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!