এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়ির সদর দরজায় রাখুন বিশেষ রঙের পাপোশ, সঙ্গে রাখুন এই বিশেষ জিনিস! আর্থিক শ্রীবৃদ্ধি হবেই

বাড়ির সদর দরজায় রাখুন বিশেষ রঙের পাপোশ, সঙ্গে রাখুন এই বিশেষ জিনিস! আর্থিক শ্রীবৃদ্ধি হবেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বাড়ির দরজা যেমন অতিথি প্রবেশের জন্য, তেমনই আমাদের সৌভাগ্যকেও স্বাগত জানাই আমরা এই বাড়ীর প্রবেশের দরজা দিয়ে। তাই বাস্তু মতে বাড়ির প্রবেশ পথের ওপর বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তবে দরজার সঙ্গে সঙ্গে দরজার আশেপাশের জিনিসও হওয়া চাই বাস্তু সম্মত। বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশপথের দরজা উত্তর-পূর্বদিকে বা পূর্বদিকে হলে অত্যন্ত শুভ হয়। তেমনি এই দরজা যদি হয় কাঠের তবে তাও আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে সাহায্য করে বলে মনে করা হয়। তবে জানেন কি এই দরজার সামনে আপনি যে পাপোশ পেতে রাখেন, সেটিও আপনার জীবনে নিয়ে আসতে পারে সুখের দিন!

বাস্তুমতে পাপোশের উপাদান, তার নকশা বা কেমন পাপোশ আপনি বাড়ির দরজায় রাখছেন তা নির্বাচন করে দেয় আপনার জীবন কিভাবে সুখ ও শান্তিতে ভরে উঠবে। বলা হয় পাপোশ ঘরের দরজায় রাখলে তার মাধ্যমে মানুষ যখন বাইরে থেকে আসে, তখন নেগেটিভ এনার্জিগুলিকে পাপোশের সঙ্গে সেখানে রেখে দিয়ে যায়। এছাড়া উপযুক্ত পাপোশ আপনার যেরকম সম্মান রক্ষা করে, তেমনি ধুলো-ময়লা অপসারণ করে এটি পরিবেশের নেতিবাচকতা এবং খারাপ ধারণাকেও সরিয়ে দিতে সাহায্য করে। আপনার পায়ে আরাম সৃষ্টি করে এবং বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা সম্পর্কে একটা ধারণা তৈরি করে। এছাড়া সুন্দর রং বা নকশা গুলির মাধ্যমে আপনার শিল্প সত্তারও প্রকাশ ঘটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা হয়, পাপোশের রং নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্ণয় করা হয়। যেমন পূর্বদিককে সূর্যের দিক বলা হয়। তাই এই দিকে রাখা পাপোশ সাদা, হলুদ বা ক্রিম কালারের হলে ভালো বলে মনে করা হয়। পশ্চিম দিককে শনি দেবের সঙ্গে তুলনা করা হয়। তাই এই দিকের পাপোশের রং নীল, সাদা বা সবুজ আভা যুক্ত হলে ভালো বলে মনে করা হয়। উত্তর দিক বুধের দিক। তাই সেই হিসাবে উত্তর দিকে রাখা পাপোশকে সাদা, হলুদ বা ক্রিম কালার হলে তা ভালো বলে মনে করা হয়। দক্ষিণ দিক মঙ্গল গ্রহের দিক। তাই এদিকের পাপোশ গোলাপি, লাল, সিলেট কালার বা সবুজ আভা যুক্ত হলে তা ভালো বলে অনেকে মনে করেন।

পাপোশের রং ছাড়াও পাপোশের আকারকেও আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হয়। পাপোশের আকার আপনার জীবনে অর্থ ভাগ্য নিশ্চয় করে। তাই আয়তোকার পাপোশ মানুষকে আপনার প্রতি আকর্ষণ করতে, জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করে। বৃত্তাকার পাপোশ মানুষের মনে ইতিবাচক ভাবনার সঞ্চয় করে, জীবনে প্রেম বা দাম্পত্য জীবনের আনন্দ ধরে রাখে। ওভাল আকৃতির পাপোশ আপনার বাড়িতে সম্পদ এবং অর্থকে আকর্ষণ করে। তাই বাড়ির ক্ষেত্রে কোন আকৃতি পাপোশ আপনি রাখবেন তা এখান থেকে আপনি বেছে নিতে পারেন।

এরপর আসছে পাপোশের উপাদান। পাপোশের উপাদান বা ফেব্রিক কেমন হবে সেই হিসাবে আপনার ভাগ্য কিন্তু নির্ধারণ হয়। তাই সিল্ক, তুলো, উল বা প্রাকৃতিক আঁশের পাপোশ ব্যবহার করা ইতিবাচক বলে মনে করা হয়। এটি আপনার বাড়ীর ভেতর ইতিবাচক শক্তি এবং অনুভূতিকে আকর্ষণ করে। তবে এই পাপোশ ঘন ঘন পরিবর্তন এবং তা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন জুটের তৈরি বা গাছের অংশ দিয়ে তৈরি পাপোশ লক্ষ্য করা যায়।

এইগুলিও আপনার বাড়িতে শুভ শক্তি সঞ্চয় করে বলে মনে করা হয়। এছাড়া পাপোশ কিভাবে পরিষ্কার করবেন সেটিও গুরুত্বপূর্ণ। তাই পাপোশ এমন জায়গায় রাখতে হয় যেখানে আলো বাতাস আসবে। এছাড়া পাপোশ একদিন অন্তর পরিষ্কার করা দরকার এবং পাপোশের উপর কখনো ধুলো ময়লা জমতে দেওয়া উচিত নয়। এছাড়া বাস্তুমতে ও নোংরা পাপোশের উপর পা মুছলে আপনার মনে নেগেটিভিটির জন্ম হতে পারে বলেও মনে করেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!