এখন পড়ছেন
হোম > রাজ্য > পার্শ্ব শিক্ষকদের অবস্থান মঞ্চে এসে আন্দোলনকে পূর্ণ সমর্থন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীর

পার্শ্ব শিক্ষকদের অবস্থান মঞ্চে এসে আন্দোলনকে পূর্ণ সমর্থন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীর


ফের আন্দোলনের পথে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। “সম কাজে সম বেতন” এই দাবী সহ আরো এক গুচ্ছ দাবীকে সামনে রেখে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার পার্শ্বশিক্ষক এদিন জমায়েত হন শিয়ালদায়। অন্য দাবিগুলি হল বাৎসরিক ইনক্রিমেন্ট চালু, শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভ, পিতৃত্বকালীন ছুটি চালু, মেডিকেল লিভ সঞ্চয়ের ব্যবস্থা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা এবং পার্শ্বশিক্ষকদের অনৈতিকভাবে বদলি বন্ধ করা।

এদিন পার্শ্ব শিক্ষকদের এই মিছিলেই অবরুদ্ধ হয়ে পড়ে কোলকাতার একটি বড় অংশ। বেশ খানিকটা সময়ের জন্যে ব্যাহত হয় যানজট। বেতন বৃদ্ধি নিয়ে আগেও দফায় দফায় আন্দোলনের পথে হেঁটেছেন পার্শ্বশিক্ষকরা। অধিকার আদায়ের এই লড়াই তাঁদের বহুদিনের।

প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও ‘খুড়োর কল’ দেখিয়েছে তাঁদের। তার জেরেই বিক্ষুব্ধ হয়ে বেতন বৃদ্ধি সহ আরো একাধিক দাবী পূরণের লক্ষ্যে আন্দোলনকে হাতিয়ার করে নিলেন তাঁরা। আশা করা হচ্ছে,লোকসভা ভোটের আগে প্রশাসন এবার হয়তো তাঁদের নিরাশ করবে না।

এদিন মিছিলের পর লেনিন মূর্তির পাদদেশেই অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। সেখানেই একের পর এক ভাষণ দেন পাশ্বশিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্বরা। মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ প্রশাসনের উদ্দেশ্যে বলেন,”আমরা ভিক্ষা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচার ব্যবস্থা করে দিন।”

অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি যে এই মুহূর্তে কতোটা প্রয়োজন সেটাই বোঝাতে চাইলেন তিনি নেত্রীকে। তাঁদের পরিবারের কথা ভেবে যেন নেত্রী তাঁদের সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন এবং এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেন,এমনটাই আবেদন পাশ্বশিক্ষকদের।

এদিকে,পার্শ্বশিক্ষকদের এই অবস্থান বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানিয়ে গেলেন আবদুল মান্নান এবং সুজন চক্রবর্তীরা। মঞ্চে তাঁদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে গেলেন বামফ্রন্ট এবং কংগ্রেসের পরিষদীয় দল পার্শ্বশিক্ষক সহ সমস্ত শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে বিধানসভায় আলোচনা চেয়েছেন। ইতিমধ্যেই অধ্যক্ষের কাছে প্রস্তাব জমাও দেওয়া হয়েছে। শিক্ষকদের বঞ্চনা নিয়ে বিধানসভায় আলোচনা না হলে অবিলম্বে অনাস্থা আনা হবে বলেও জানান আবদুল মান্নান।

ওদিকে,পার্শ্ব শিক্ষকদের রাজ্যসরকারের কাছে ভিক্ষা চাইতে সাফ মানা করলেন বাম পরিষদীয় নেতা। পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের লড়াই চালিয়ে যাওয়ার জন্যে অনুপ্রেরণা জোগালেন। প্রসঙ্গে বললেন,”ভিক্ষা চাইবেন না। এটা আপনাদের অধিকার।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যতদিন না রাজ্যসরকার তাঁদের প্রাপ্যটুকু দিচ্ছে ততোদিন নিজেদের অবস্থানে অটল থাকার পরামর্শ দিলেন পার্শ্বশিক্ষকদের। এই ইস্যু নিয়ে এবার রাজ্যসরকার আদেও কোনো পদক্ষেপ নেয় কিনা এবার সেটাই দেখার! তবে অবিলম্বে এ ব্যাপারে একটা সিদ্ধান্তে না আসলে বিরোধীরা পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে রাজ্যসরকারকে তুলোধনা করতে ছাড়বে না,এ ব্যাপারে কোনো সংশয় নেই অভিজ্ঞমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!