এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “পাড়ায় শিক্ষালয়” নিয়ে বিজেপির মনোভাব কি? একি বললেন সুকান্ত !

“পাড়ায় শিক্ষালয়” নিয়ে বিজেপির মনোভাব কি? একি বললেন সুকান্ত !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিকে দিকে দাবি উঠছে, স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্টে প্রাথমিকের পড়ুয়াদের জন্য “পাড়ায় শিক্ষালয়” নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে অনেকেই রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানাতে পারছেন না। তবে এবার এই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে পাড়ায় শিক্ষালয় চটকদারি ছাড়া আর কিছুই নয় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “অবিলম্বে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে কথা বলে কিভাবে ক্লাস হবে, সেই বিষয়টি আলোচনা করা উচিত। অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। আর পাড়ায় শিক্ষালয় এইরকম প্রকল্প এনে লাভের লাভ কিছুই হবে না। এটা চটকদারি ছাড়া আর কিছুই নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, শিক্ষাঙ্গণ খোলা নিয়ে নানা মহল থেকে সরকারের উপর চাপ আসছে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার চেয়েছিল, পাড়ায় শিক্ষালয় প্রকল্প গড়ে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে। কিন্তু এইসব প্রকল্প করে যে লাভের লাভ কিছুই হবে না, তা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!