এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পরীক্ষার্থীদের ট্যাবের জন্য অর্থ সাহায্য পেতে হলে তিন দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো

পরীক্ষার্থীদের ট্যাবের জন্য অর্থ সাহায্য পেতে হলে তিন দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দেওয়ার নির্দেশ দেয়া হলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রায় সাড়ে ৯ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কিছুদিন পর তিনি জানান যে, একসঙ্গে এত জনকে ট্যাব সরবরাহ করতে সমস্যা তৈরি হয়েছে। কারণ বাজারে ট্যাব এর অমিল রয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে লকডাউন থাকার কারণে ও চীনা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে কোন সংস্থার পক্ষ থেকে এতগুলো ট্যাব সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এই কারণে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়ে দেবার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, এই টাকাতে তারা মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার।

এই ঘোষণার পর বেশ কিছু পরীক্ষার্থী ট্যাবের টাকা পেয়ে গিয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে বেশ কিছু পরীক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ট্যাবের এই টাকা পেতে গেলে তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড জমা করতে হবে না হলে সরকার প্রদত্ত এই অর্থ সাহায্য পাওয়া যাবে না। এর ফলে বিপাকে বেশকিছু পরীক্ষার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হলো, জেলা স্কুল পরিদর্শকের দপ্তর নির্দেশ দিয়েছে আগামী ২৮ সে ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে দিতে হবে। কিন্তু, এখনো বেশকিছু শিক্ষার্থী আছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তাই এত অল্প সময়ের মধ্যে ব্যাংক একাউন্ট তৈরী করে তার বিবরণ পোর্টালে দেওয়া যথেষ্ট সমস্যার।

যেসব পরীক্ষার্থীদের এখনো পর্যন্ত ব্যাংক একাউন্ট করা নেই, মাত্র তিনদিন সময়ের মধ্যে ব্যাংক একাউন্ট করে তার তথ্য পোর্টাল তুলে দেওয়া যেমন সহজ কাজ নয়, তেমনি মাত্র তিন দিন সময় হাতে থাকায় অনেক পরীক্ষার্থী তাদের তথ্য পোর্টালে তুলতে শুরু করেছে। এর ফলে পোর্টালের গতি অত্যন্ত কম হয়ে গেছে। ফলে বিপাকে পড়তে হচ্ছে অনেকেই। তথ্য আপলোড করতে গিয়ে অনেককেই বিপাকে পড়তে হচ্ছে।

আবার বেশ কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ব্যাংক সংযুক্তিকরণ এর জন্য আইএফসি কোড পরিবর্তন হয়েছে। তাই এত অল্প সময়ের মধ্যে পোর্টালে সমস্ত তথ্য আপলোড করার আরও কঠিন হয়ে পড়ছে। এই সমস্যার ফলে সকল পরীক্ষার্থী ট্যাব পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিতে শুরু করেছে। এর ফলে ক্ষুব্ধ হয়েছে অনেকেই। পরীক্ষার্থীদের ট্যাবের অর্থ বিতরণকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, ট্যাবের অর্থ সাহায্যের মধ্যেও চলবে কাট মানি। অর্থ চলে যাবে পার্টির ফান্ডে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!