এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পার্থ-অর্পিতা কান্ডে অস্বস্তিতে শাসকদল ! ড্যামেজ কন্ট্রলে চাকরিপ্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত অভিষেকের !

পার্থ-অর্পিতা কান্ডে অস্বস্তিতে শাসকদল ! ড্যামেজ কন্ট্রলে চাকরিপ্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত অভিষেকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার।যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতি  অভিযোগে সরব হয়েছেন বিরোধিরা । আবার চাকরিপ্রার্থীরা তাদের ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।আর এর মধ্যে প্রকশ্যে আসছে পার্থ-অর্পিতার দূর্নীতির প্রসঙ্গ । আর এমত অবস্থায় এবার আন্দোলরত চাকরিপ্রার্থীদের সাথে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমটা  জানা যাচ্ছে সূত্রের মারফত ।

জানা যাচ্ছে  আগামিকাল আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় , এই বিষয় নিয়েই এদিন শহিদুল্লার সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক ।তবে চাকরিপ্রার্থীদের দাবি ৫০১ দিন অতিক্রান্ত হলেও প্রয়জনে এরকম আরও ৫০০ দিন আন্দোলন চালিয়ে যাবে তারা ।সেই সাথে চাকরিপ্রার্থীরা আরো দাবি করেন মুখ্যমন্ত্রী এর আগে আশ্বাস দিলেও তার কোনো ইতিবাচক ফল মেলেনি তাই প্রয়জনে তারা  আরো ৫০০ দিন আন্দোলন চালাবে।

তবে আগামিকাল আন্দোলনরত চাকরি প্রার্থীদের সাথে দেখা করার কথা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলের দাবি পার্থ- অর্পিতার কান্ডে কার্যত প্রচন্ড চাপে পড়েছে রাজ্যের শাসকদল তাই এবার নিজেদের ড্যামেজ কন্ট্রল করতেই এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সব মিলিয়ে এখন দেখার বিষয়  আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলায় চাকরিপ্রার্থীদের কতটা সমস্যার সমাধান হয় সেদিকে নজর থাকবে সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!