এখন পড়ছেন
হোম > জাতীয় > ইসলামপুর ছাত্রহত্যাকান্ডের জের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা,সৌজন্যে আরএসএস

ইসলামপুর ছাত্রহত্যাকান্ডের জের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা,সৌজন্যে আরএসএস


ইসলামপুর ছাত্রহত্যাকান্ডের পর থেকে শাসক বনাম বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগের জেরে উত্তর দিনাজপুর সহ গোটা রাজ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ২১ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবীতে আন্দোলনরত দুই ছাত্রের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এছাড়া আহত হয় আরো কয়েকজন। তারপর থেকেই তীব্র শোরগোল পড়ে যায় রাজ্য রাজনৈতিকমহলে। ছাত্রখুনের দায় কার? এ প্রশ্নে দফায় দফায় সরব হয়েছে বিরোধীরা।

যেহেতু রাজ্য পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের তাই সরাসরি পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারকে কাঠগোড়ায় তোলা হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন কম করেনি বিজেপি এই হত্যাকান্ডের প্রতিবাদে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি তদন্তও প্রত্যাখ্যান করেছে বিজেপি। রাজ্যসরকারের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য নালিশ জানিয়ে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। এরকম টালমাটল পরিস্থিতির পর উত্তেজনার পারদকে আরো একটু উস্কে দিয়ে প্রকাশ্যে আসলো আরো একটি খবর। এবার দাড়িভিট ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কোলকাতা হাইকোর্টের ক্ষেত্র সঙ্ঘচালক অজয় কুমার নন্দী এই মামলা করেছেন। কিন্তু হঠাৎ করে কেনই বা এই মামলা? তাও আবার রাজ্যের মাননীয় তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? আসুন জেনে নেওয়া যাক্।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপি যখন ইসলামপুর ছাত্রহত্যাকান্ডের জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছিল। কড়া ভাষায় সমালোচনা করছিল রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়,পার্থ চট্টোপাধ্যায়দের দিকে সন্ত্রাসের শাসন চালানোর অপবাদ দিচ্ছিল। তখন মুখ বুঝে সব সহ্য করেনি তৃনমূলও। পার্থ চট্টোপাধ্যায় ঘটা করে সাংবাদিক সম্মেলনে জানিয়ে ছিলেন,দাড়িভিট কান্ডের সঙ্গে বিজেপি এবং আরএসএসের যোগসূত্র রয়েছে। ওই দুজন ছাত্রকে আরএসএস-ই গুলি করে হত্যা করেছে। এই অভিযোগ শোনার পর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে আর এস এস। গোটা বিশ্ব জুড়ে এর তীব্র আলোড়ন তৈরি হল সঙ্ঘ সমাজে। জোরালো দাবী উঠতে থাকে তৃনমূলের বিরুদ্ধে মামলা করার। তার জেরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোলকাতা হাইকোর্ট মামলা রজু হয়। লক্ষৌ এবং ভোপাল হাইকোর্টেও একই মামলা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে লোকসভা ভোটের আগেই ব্যাপক চাপে পড়তে চলেছে শাসকদল। শাসক বনাম বিরোধীদের লড়াই এর জল এবার আদলতেও বহুদূর গড়াবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ওদিকে তৃণমূলের ভোটব্যাঙ্কে এর নেতিবাচক প্রভাব পড়ায় চিন্তায় রাতের ঘুম উড়েছে নবান্ন কর্তাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!