এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পার্থ বনাম ব্রাত্য, দুর্নীতি নিয়ে দড়ি টানাটানি দুই হেভিওয়েটের! চাপে রাজ্য!

পার্থ বনাম ব্রাত্য, দুর্নীতি নিয়ে দড়ি টানাটানি দুই হেভিওয়েটের! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুই মন্ত্রীর মধ্যে রীতিমতো দড়ি টানাটানি শুরু হল। একদিকে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যদিকে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ এসএসসিতে চতুর্থ শ্রেণীর নিয়োগ আদালতের ভর্ৎসনা। আর তাকে কেন্দ্র করেই প্রাক্তন বনাম বর্তমান শিক্ষামন্ত্রী নিজেদের দোষ ঝেড়ে ফেলতে চাইছেন। শুরু হয়েছে একে অপরের প্রতি দায়িত্ব দায় ঠেলাঠেলির পালা।

বলা বাহুল্য, সম্প্রতি আদালতের কাছে ব্যাপক তিরস্কৃত হয় স্কুল সার্ভিস কমিশন। যেখানে 2016 সালের চতুর্থ শ্রেণীর নিয়োগে ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাপে পড়ে যায় শিক্ষা দপ্তর। আর সেই ব্যাপারে প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তারা দুজনেই নিজেদের দোষ ঝেড়ে ফেলতে শুরু করেন। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে প্রশ্ন করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ যে সময় এই ঘটনা ঘটেছে, সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে। তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি এই ব্যাপারে কিছু বলতে পারব না। এটা শিক্ষা দপ্তরের ব্যাপার। তাই আমি কিছু বলব না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ব্যাপারে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি এই ব্যাপারে কিছু বলব না। কারন যখন এই ঘটনা ঘটেছে। তখন আমি শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলাম না।” অর্থাৎ ঘুরিয়ে হলেও তাহলে কি সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই দোষ চাপাতে চাইলেন ব্রাত্য বসু, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

স্বভাবতই বিশেষজ্ঞরা একটা জিনিস বলছেন যে, এসএসসিকে যেভাবে তুলোধোনা করেছে আদালত, তাতে যথেষ্ট চাপে রাজ্যের শিক্ষা দপ্তর। তাই প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রী সুকৌশলে নিজেদের ঘাড় থেকে দোষ ঝেড়ে ফেলে দিতে চাইছেন। যার জেরে পূর্বসূরীর সঙ্গে বর্তমানের মতানৈক্য প্রকাশ্যে এল। আর এর ফলে যে যথেষ্ট চাপে পড়ে গেল রাজ্য, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!