এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নেত্রীর নির্দেশ মানতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়, কেন! জানুন বিস্তারিত

নেত্রীর নির্দেশ মানতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়, কেন! জানুন বিস্তারিত


ফ্রেঞ্চকাট দাড়ি, ঢিলেঢালা হাফ হাতা পাঞ্জাবিতেই তাকে দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি তৃণমূল মহাসচিব তথা বাংলার বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চেহারায় স্থূল হওয়ার কারণে বিভিন্ন সময়ে নেত্রীর ঠাট্টার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে বরাবরই সেই সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে বয়সে ছোট হলেও নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিয়ে বাধ্য ছাত্রের মতো নিজের দায়িত্ব পালন করতে দেখা গেছে সেই পার্থবাবুকে।

কিন্তু এবার সেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ই কিনা নেত্রীর নির্দেশ অমান্য করলেন! অনেকে বলছেন, শুনতে ব্যাপারটা আশ্চর্যজনক মনে হলেও ঘটনাটা অত্যন্ত সরল এবং সহজ। বস্তুত, লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পরই জনসংযোগে যে দলের ঘাটতি পরেছে, তা উপলব্ধি করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাইতো ফলাফল প্রকাশের পর এই দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সম্প্রতি সাধারণ মানুষের অভাব, অভিযোগ যাতে সরাসরি তার কাছে পৌঁছনো যায়, তার জন্য নজরুল মঞ্চে বৈঠক করে “দিদিকে বলো” নামে একটি কর্মসূচি চালু করার কথা শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যেখানে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দেওয়ার পাশাপাশি একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। যেখানে সমস্ত মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচি উপলক্ষে দলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারন মানুষের সাথে কথা বলারও নির্দেশ দিয়েছেন। আর এই গোটা প্রক্রিয়ায় তৃণমূলের তরফে দলের নেতাকর্মীদের সাদা রঙ্গের একটি টি-শার্ট, যেখানে বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে “দিদিকে বলো” লেখা রয়েছে, তা দেওয়া হচ্ছে।

নজরুল মঞ্চের বৈঠক শেষে নিজ নিজ জেলায় ফিরে প্রায় প্রত্যেক তৃণমূলের নেতারাই সেই টি শার্ট নিজের গায়ে বুলিয়ে সাংবাদিক বৈঠক করে জনসংযোগে বেরিয়ে পড়েছেন। তবে এবার চেহারার জন্য সেই টি শার্ট পড়তে পারলেন না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

জানা গেছে, এদিন সকালে এই “দিদিকে বলো” কর্মসূচি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক করার কথা ছিল। আর সেই মত তার দলীয় কার্যালয়ে আগে থেকেই কর্মীরা ভিড় জমিয়েছিলেন। তবে এম বা মিডিয়াম এই টি-শার্টটি যে কিছুটা স্বাস্থ্যবান তৃণমূল মহাসচিবের শরীরের সঙ্গে সাটবে না তা বুঝতে পেরেছিলেন কর্মীরা। আর তাইতো গোটা ব্যাপারটি নিয়ে হয়ত বা পার্থবাবু রেগে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। কিন্তু অবশেষে হাজির হয়ে নিছক হাসিমুখেই গোটা ব্যাপারটি সমাধানের চেষ্টা করলেন পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন সাংবাদিক বৈঠকে এই টি-শার্টটি হাতে নিয়ে হাসি মুখে তৃণমূল মহাসচিব বলেন, “আমার সাইজের তো আর পাওয়া গেল না। তাই হাতে নিয়েই ছবি তুলি।” সব মিলিয়ে ইচ্ছে থাকলেও শরীরের মেদ বৃদ্ধির কারণে দলের টি শার্ট পড়ে সাংবাদিক সম্মেলন করা হল না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!