জিডি বিড়লা স্কুলকান্ড: মুখ খুললেন শিক্ষামন্ত্রী, শুরু নতুন বিতর্ক বিশেষ খবর রাজ্য December 3, 2017 গত বৃহস্পতিবার জিডি বিড়লা স্কুলে শৌচালয়ের ভিতর যৌন নির্যাতনের শিকার হয় নার্সারির এক ছাত্রী বলে অভিযোগ। যার জেরে তুলকালাম চলছে রাজ্য জুড়ে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মুখ খোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আজ সংবাদমাধ্যমকে পার্থবাবু জানান, ১. মেয়েদের স্কুলে ছেলে শিক্ষক কেন? ২. পুরুষ শিক্ষক না রাখাই বাঞ্ছনীয় ৩. আরও অনেক বেশি সাবধানতা নেওয়া উচিত ছিল স্কুলের ৪. আমার নিজের মেয়েও জিডি বিড়লা স্কুলে পড়েছে ৫. কিন্তু তখন স্কুলে কোনও পুরুষ শিক্ষক ছিল না ৬. কেন স্কুলে ছেলে ও মেয়েদের আলাদা শৌচালয়ের ব্যবস্থা নেই? ৭. পুরো ঘটনায় কর্তৃপক্ষের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল আপনার মতামত জানান -