এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হিন্দু হোস্টেল আন্দোলন নিয়ে বড়সড় পরামর্শ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

হিন্দু হোস্টেল আন্দোলন নিয়ে বড়সড় পরামর্শ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

মহানগরীতে মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলনের পরবর্তীতে রাজ্যে হিন্দু হোস্টেলের ছাত্র অবস্থান হলো অপর একটি উল্লেখযোগ্য ঘটনা। এই ছাত্র অসন্তোষের ঘটনায় এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  ছাত্রদের অবস্থানের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার পরামর্শ দিলেন পার্থ বাবু। তিনি এই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সাথেও ফোনে কথা বলেন। শিক্ষামন্ত্রীর কথানুসারে জানা যাচ্ছে ঐ হোস্টেল সংস্কারের কাজে দেরী হচ্ছে বলেই ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে উঠেছে।  তবে প্রেসিডেন্সির মতো ঐতিহ্যশালী একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বেডিং, সুটকেশ , ট্রলি নিয়ে আন্দোলন করা মানায় না একথা পরোক্ষে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

হিন্দু হোস্টেল প্রসঙ্গে ছাত্র অসন্তোষ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ” সময়ে হিন্দু হস্টেল সংস্কারের কাজ শেষ হলে পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হত না। উপাচার্যকে ফোন করে মানবিক দিক দিয়ে চিন্তাভাবনা করার কথা বলেছি। কর্তৃপক্ষের উচিত ছিল প্রথম থেকেই সংস্কারের কাজের তত্ত্বাবধান করা। কাজে দেরি হচ্ছে বলেই পড়ুয়ারা অধৈর্য হচ্ছে। এখন কাজটি যাতে দ্রুত শেষ হয় কর্তৃপক্ষের উচিত তা দেখা। হিন্দু হস্টেল রাজ্য সরকারের কাছে গর্ব এবং সংবেদনশীল বিষয়। তবে প্রেসিডেন্সির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা লোটা–কম্বল নিয়ে আন্দোলন করছে, এতে প্রতিষ্ঠানটির সুনাম এবং গর্বে ধাক্কা লাগছে। আশা করি ছাত্ররা এটা বুঝবে।” প্রসঙ্গত উল্লেখ্য সংস্কাররত হিন্দু হোস্টেল অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এই দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই প্রতীকি হোস্টেল বানিয়ে থাকতে শুরু করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা।

জানা যাচ্ছে  শুক্রবার রাত থেকে নিউ টাউনের হোস্টেল ছেড়ে ছাত্ররা বিছানা, ‌বালিশ–সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিসও নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের করিডর সহ বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিক্ষুদ্ধ ছাত্ররা। দিনের বেলা তাদের ক্লাসের সময়ে এই বালিশ বিছানা গুছিয়ে রেখেই তারা নিজেদের ক্লাসে যাচ্ছে বলেও জানা গিয়েছে। জামা কাপড় কাচা শুকতে দেওয়া সবই চলছে বিশ্ববিদ্যালয় চত্বরেই। সোমবার এই বিষয়ে বিক্ষুদ্ধ ছাত্রদের সাথে কথা বলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। হোস্টেল সংস্কারের কাজে দেরী হওয়ার কারণে তিনি ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন পরিস্থিতির কথা কিন্তু ছাত্ররা উপচার্যের কোনো কথাই শুনতে নারাজ। কারণ ছাত্রদের বক্তব্য গত তিন বছর ধরে সংস্কারের কাজ চলছে হিন্দু হোস্টেলে। মাঝে মাঝেই শোনা যায় যে এবার হোস্টেল খোলা হবে কিন্তু কোনোবারই তা হয়নি। তাই শিক্ষার্থীদের দাবি অন্তত ১ ও ২ নম্বর ব্লকে ছাত্রদের থাকতে দেওয়ার দাবি মানা না হলে তারা ক্যাম্পাসেই অবস্থান করে আন্দোলন চালু রাখবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!