এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার রাজ্যপালের ‘কার্যকলাপ’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আবার রাজ্যপালের ‘কার্যকলাপ’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়


আন্তর্জাতিক যোগদিবস দোরগোড়ায়। চলতি মাসের ২১ তারিখ গোটা দেশে পালিত হতে চলেছে এই দিনটি। তার আগেই  এই বিষয়টিকে নিয়ে অসন্তোষ তৈরি হল রাজ্যসরকার এবং রাজ্যপালের ভিতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেছেন যে যোগদিবস পালন নিয়ে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি পাঠালেও জানানো হয়নি শিক্ষাদপ্তরকে। প্রশ্ন ছু্ঁড়ে তিনি গর্জে উঠে বলেছেন যে রাজ্যের  শিক্ষা দফতরকে এড়িয়ে কীভাবে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিতে পারলেন!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, বিজেপি তরফের নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বে দায়িত্ব কাঁধে পাওয়ার পর থেকেই দেশের যোগ দিবসকে বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্বের দরবারে সে বার্তা পৌছে দিতে ঘটা করেই প্রতি বছর গোটা দেশে পালন করা হয় এই দিনটি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে দেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আর্জি যায় যোগ দিবস পালন করার জন্য। এ বছর অনুরোধ পাঠিয়ে রাজ্যের সব কটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি গেছিলো রাজ্যপালের পক্ষ থেকে। অস্বাভাবিকভাবে চিঠি গিয়ে পৌছায়নি খোদ শিক্ষা দপ্তরেই। তাই ক্ষুব্ধ হয়ে শিক্ষামন্ত্রী মন্তব্যে জানিয়েছেন যে, ২১ জুন যোগদিবস পালিত হয় গোটা দেশেই। সেই নিয়ম মেনে এ রাজ্যেও পালন করা হবে। তার জন্য আলাদা করে উপাচার্যদের চিঠি পাঠানোর বিষয়টিই নিরর্থক। আপাতত রাজ্য রাজ্যনীতিতে উত্তাপের পারা ক্রমশ চড়ছে দু পক্ষের এই  বিভেদের জেরে। এমনটাই জানা জানা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!