এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে কলেজে ডোনেশন নেওয়ার প্রতিবাদ বিজেপি যুব মোর্চার

শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে কলেজে ডোনেশন নেওয়ার প্রতিবাদ বিজেপি যুব মোর্চার


রাজ্যজুড়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কলেজে কলেজে ছাত্র ভর্তির অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। সম্প্রতি দলীয় ছাত্র সংগঠনের এই বাড়বাড়ন্ত আটকাতে তৃনমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তকে নিজের পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, এই জয়া দত্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট। আর এই ঘটনাকে সামনে রেখেই রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে সরব হচ্ছে বিরোধী রাজনৈতিকদলগুলো। জেলায় জেলায়্ও শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচী। এদিন পুরুলিয়া জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। পুরুলিয়ার পোষ্ট অফিস মোড়ের এই কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ান তাঁরা।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন বিজেপির পুরুলিয়া জেলার যুব মোর্চার সদস্যদের বক্তব্য, “শাসকদলের নেতারা পুরুলিয়ার কলেজগুলিতে ভর্তির বিরুদ্ধে পোষ্টার টাঙাচ্ছে। এর থেকেই পরিস্কার এই কলেজগুলোতেই তোলাবাজি চলছে। আর এ সব জেনেও রাজ্যের শিক্ষামন্ত্রী নিরব।” তবে এদিনের এই প্রতিবাদ এখানেই থেমে থাকবে না।

 

জেলা বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, ছাত্র ভর্তিতে কলেজগুলিতে তৃনমূল ছাত্র পরিষদের তোলাবাজি আটকাতে পুরুলিয়ার রঘুনাথপুর, ঝালদা ও পুরুলিয়া ট্যাক্সি ষ্ট্যান্ডে তাঁদের এই প্রতিবাদ চলবে। সব মিলিয়ে তৃনমূল ছাত্র পরিষদের সভানেত্রীর শূন্য চেয়ার পূরন করতে যখন দ্বন্দ্বে রয়েছে তৃনমূল কংগ্রেস, ঠিক তখনই ভর্তিতে দুর্নিতী ইস্যুতে সেই তৃনমূলকেই বিপাকে ফেলতে প্রস্তুত বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!