এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিলীপ ঘোষের কাছে মিষ্টি নেই তাই লঙ্কা, থ্রি এক্স রাম মনে পড়ে: পার্থ চ্যাটার্জী

দিলীপ ঘোষের কাছে মিষ্টি নেই তাই লঙ্কা, থ্রি এক্স রাম মনে পড়ে: পার্থ চ্যাটার্জী

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে অস্ত্র মিছিল করা যাবে না রামনবমীতে। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন জানান যে তিনি ও তাঁর দল অস্ত্র মিছিল করবেন। দিলীপবাবু জানান যে তিনি হাতে গদা নিয়ে মিছিল করবেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি তৃণমূল নেতা মদন মিত্র থেকে শুরু করে সিপিআইএম এর সূর্যকান্ত মিশ্রও। মদনবাবু বলেছেন দিলীপবাবুর লেজ দরকার তিনি তা উপহার দেবেন। আবার সূর্যকান্তবাবু সরাসরি হনূমান বলে আক্রমণ করেছেন।এর পরেই দিলীপবাবুর কড়া প্রতিক্রিয়া অস্ত্র নিয়ে মিছিল করতে না দিলে,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেবেন। এবার সেই প্রসঙ্গে তৃণমূলের হেভিওয়েট নেতা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এদিন মুখ খুললেন। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার প্রসঙ্গে দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন, ‘ও লঙ্কা নিয়ে ঘুরে বেড়ায়, ওর কাছে মিষ্টি নেই। ও ওই নিয়েই থাকুক’। এদিন পার্থবাবু আরো বলেন, ‘ওই জন্য ওর লঙ্কা, থ্রি এক্স রাম এসব কথা মনে পড়ে। ও ওই নিয়েই থাকুক। জনতা মমতার সঙ্গে আছে’। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে অস্ত্র মিছিল করলে যে প্রশাসন ব্যাবস্থা নেবে তাও পরিষ্কার জানিয়ে দেন তিনি। এই নিয়ে কড়া ভাষায় বলেন, ‘যদি আইন ভাঙে কেউ তবে আমাদের রাজ্য প্রশাসন এবিষয়ে তৎপর। যারা আইন ভাঙে, আইনের বিরোধীতা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের আছে’। এর পরে এখন দেখার যে রামনবমীতে কি ঘটে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!