এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘যুগান্তকারী’ ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘যুগান্তকারী’ ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যুগান্তকারী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে নিয়ম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। পার্থবাবু ঘোষণা করেন এবার থেকে শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করবে মধ্যশিক্ষ পর্ষদ এবং শিক্ষক বা শিক্ষিকার নিয়োগপত্রে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা।
প্রসঙ্গত এতদিন চাকরীপ্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের পর নিয়োগপত্র নিতে হত সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতির সভাপতির কাছ থেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের যে অভিযোগ এতদিন উঠে আসতো তা লোপ পাবে, কেননা সাধারণত রাজনৈতিক ক্ষমতাবলে পরিচালন সমিতির সভাপতি পদে সাধারণত রাজনৈতিক নেতারাই বসেন। এবার সেই বিতর্কে জল ঢালতেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহল মনে করছে, আর তাই এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়েছেন তাঁরা। সাথে এবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের সম্পত্তির হিসেব দিতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!