এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যাঁরা পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে সমস্যা হচ্ছে, পঞ্চায়েত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

যাঁরা পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে সমস্যা হচ্ছে, পঞ্চায়েত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের তুমুল আক্রমন করলেন আজ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত নিয়ে জটের সমস্ত দায় তিনি কার্যত চাপিয়ে দিলেন বিরোধীদের কাঁধে। পার্থবাবু এদিন বলেন, বিরোধীরা ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তবে আদালত এবং বিচার প্রক্রিয়ার ওপর আমাদের আস্থা আছে। বুথ স্তর পর্যন্ত তৃণমূলের কর্মীরা তৈরি আছেন। যাঁরা পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, তাদেরই সমস্যা হচ্ছে। যাঁরা উন্নয়নকে ভয় পান তাঁদেরই সমস্যা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, এর আগে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর তিনি বিরোধীদের কার্যত ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, মানুষের সমর্থন নেই বিজেপির সঙ্গে। মানুষের সমর্থন সঙ্গে না থাকলে পদ্মের একটি পাপড়িও ফুটবে না। কোনও সংগঠন নেই, শুধু ফাঁপা আওয়াজ দিয়ে ভোটে জেতা যায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!