এখন পড়ছেন
হোম > রাজ্য > পার্শ্বশিক্ষকদের ক্ষোভ প্রশমনে এবার সামনে থেকে নেতৃত্ত্ব দেবেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

পার্শ্বশিক্ষকদের ক্ষোভ প্রশমনে এবার সামনে থেকে নেতৃত্ত্ব দেবেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

রাজ্য সরকারের প্রতি পার্শ্বশিক্ষকদের ক্ষোভ নিরসনের জন্যে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। এই প্রথমবারের জন্যে শিক্ষা দফতর শুধু পার্শ্বশিক্ষকদের নিয়েই সমাবেশের আয়োজন করছে। জানা যাচ্ছে পরিকল্পনা অনুসারে আগামী ৮ই জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের পৌরহিত্য করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

 আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুখ্যমন্ত্রী উপস্থিতির বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা না গেলেও সব দিক ঠিক থাকলে হয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের সমাবেশ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন। সাম্প্রতিক কালে মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে ঘোষণা করলেও সেই অর্ডার আজ অবধি কার্যকর হয়নি। কথায় প্রকাশ না করলেও পার্শ্বশিক্ষক নেতারা যে এই বিষয় নিয়ে যথেষ্ট কোণঠাসা অবস্থানে রয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। এখন বিক্ষুদ্ধ পার্শ্বশিক্ষকদের তুষ্ঠ করতে রাজ্য সরকার প্রস্তাবিত সমাবেশের তারিখ অর্থাৎ ৮ই জুলাই এর আগে আটকে থাকা সরকারী নির্দেশ নাম প্রকাশ করে কিনা সেটাই দেখার। উল্লেখ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারপন্থী এবং সরকার বিরোধী পার্শ্বশিক্ষক সংগঠনগুলিকে এক অঙ্গনে মিলিত করেছে এবং জানা যাচ্ছে নতুন সংগঠনের নাম হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস পার্শ্বশিক্ষক সমিতি।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই সংগঠনের অন্যতম আহ্বায়ক রমিউল ইসলাম শেখ ঐ সমাবেশ প্রসঙ্গে বললেন, ” বেতন বৃদ্ধির অর্ডার নিয়ে ভাবছি না। মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন, তখন ওটা যে কোনওদিন প্রকাশিত হবে। কিন্তু আমাদের যে দীর্ঘদিনের দাবি, সেটা হল পার্শ্বশিক্ষকদের নিয়মিতকরণ। সেটাই আমরা শিক্ষামন্ত্রী এবং সম্ভব হলে মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চাই। আমরা অন্তত ২০ হাজার পার্শ্বশিক্ষককে সেদিন স্টেডিয়ামে হাজির করার ব্যাপারে আশাবাদী। শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সেদিন সমাবেশে যা আলোচনা হবে, সেটা পার্শ্বশিক্ষকদের পক্ষে ইতিবাচকই হবে। তাতে খুশিই হবেন তাঁরা।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!