এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পার্থর হাত ধরে ক্রমশ ঝড় তুলছে তৃণমূল! ৪ প্রভাবশালী বিজেপি নেতানেত্রীকে দলে নিয়ে চূড়ান্ত চমক

পার্থর হাত ধরে ক্রমশ ঝড় তুলছে তৃণমূল! ৪ প্রভাবশালী বিজেপি নেতানেত্রীকে দলে নিয়ে চূড়ান্ত চমক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকে ইতিমধ্যেই কাঠিটি পড়ে গেছে। গত ২১ শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে একসময় অন্য দলে চলে যাওয়া প্রাক্তন তৃণমূল সদস্যদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। সেইসঙ্গে তিনি আহ্বান জানিয়েছিলেন অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী তথা সদস্যদের তৃণমূল দলে যোগদান করতে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তৃণমূল দলে সদস্য সংখ্যার জোয়ার আনতে শাসক দলের সংগঠনেও বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছিল। প্রতিটি জেলার নতুন করে জেলা সভাপতি নির্বাচিত করা হয়েছিল। যার ইতিবাচক ফল ইতিমধ্যেই শাসকদল পেতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বহু সদস্য যোগ দিতে শুরু করেছেন তৃণমূলে।

গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি তৃণমূল শিবিরকে অনেকটাই পর্যুদস্ত করেছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে তাই বিজেপি কে দুর্বল করে দিতে একাধিক সিদ্ধান্ত নিয়েছিল শাসকদল তৃণমূল। এতদিনের কোচবিহার জেলা তৃণমূল সভাপতিকে অপসারিত করে নতুন সভাপতি করা হয়েছে পার্থ প্রতিম রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৃণমূলের মাস্টার স্ট্রোক হলো পার্থপ্রতিম বাবু কে সভাপতির পদাভিষিক্ত করা। কারণ তিনি জেলা সভাপতি হবার সঙ্গে সঙ্গেই অতি দ্রুত নিজেদের শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি অন্যান্য বিরোধী দলের সদস্যদের ব্যাপকভাবে তৃণমূল ভুক্ত করতে তিনি যথেষ্ট সক্ষম প্রতিপন্ন হয়েছেন।

প্রসঙ্গতগত কয়েকদিন ধরেই কোচবিহার জেলায় বহু বিজেপি সদস্য বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার বিজেপির ৪ জন গুরুত্বপূর্ণ নেতা নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিসে চললো এই দলবদল এর অনুষ্ঠান। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কোচবিহারের  দু নম্বর ব্লকের প্রভাবশালী বিজেপি নেতা পরিমল রায়, বিজেপির মহিলা জেলা সম্পাদক কমলা সরকার, বিজেপির ৩২ নম্বর মণ্ডলের সহ সভাপতি কুমার্জিত সরকার, কোচবিহারের জনৈক বিজেপি নেত্রী শোভারানী সাহা। সেদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের নবনিযুক্ত সভাপতি পার্থপ্রতীম রায়।

তৃণমূল পাটি অফিসে চলল এদিন বিরাট এক আনন্দ অনুষ্ঠান। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল ভুক্ত হওয়া নবাগত তৃণমূল সদস্যদের তৃণমূল দলে স্বাগত জানালেন জেলা সভাপতি। এ প্রসঙ্গে তাকে বলতে শোনা গেছে, ” বিজেপি ছেড়ে চারজন নেতানেত্রী যোগ দিয়েছেন আমাদের দলে। আমরা সাত দফায় যোগদান করাব আরও নেতানেত্রীকে। সেপ্টেম্বর পর্যন্ত এই দলবদল চলবে। জেলার বিভিন্ন স্থানে বিজেপি যুব মোর্চা ছেড়েও তৃণমূলে আসছেন অনেক নেতা-কর্মী।”

বিধানসভা ভোটের প্রাক্কালে চার বিজেপি নেতার এই তৃণমূলে যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর এক বিরাট প্রভাব পড়তে চলেছে জেলা বিজেপিতে এমনটাই তাদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!