এখন পড়ছেন
হোম > রাজ্য > কুনালের সাথে বৈঠক নিয়ে মুখ খুললেন পার্থ

কুনালের সাথে বৈঠক নিয়ে মুখ খুললেন পার্থ

দলের সাসপেন্ড হওয়া এবং সারদা কাণ্ডে জামিন পাওয়া সাংসদ কুণাল ঘোষ এদিন জল্পনা বাড়িয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। যা ঘিরে রাজনৈতিকমহলে তুমুল জল্পনা যে তবে কি ফিরতে চলেছেন আবার তৃণমূলে।তবে দু’জনেই বলছেন সৌজন্যসাক্ষাৎ। এই নিয়ে পার্থবাবুও মুখ খুললেন। এদিন তিনি জানালেন যে “বাড়ির মধ্যে তো আর রাজনীতির কথা হয় না। তার জন্য আলাদা ফোরাম আছে। তৃণমূল ভবন আছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ব্যক্তিগত স্তরে যেটুকু সম্পর্ক ততটুকু আছে। কিন্তু, রাজনৈতিকস্তরে কোনও কিছু হতে গেলে সেক্ষেত্রে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু উনি সাসপেন্ডেড সাংসদ তাই সর্বভারতীয় নেতৃত্বের কাছে বলতে হবে। আমার কাছে বলে লাভ নেই। ও আমার পছন্দের লেখক এইটুকু বলতে পারি”সাথে জানালেন “উনি (কুণাল ঘোষ) এসেছিলেন। নিজের লেখা একটি বই উপহার দিয়ে গেলেন। বললেন, আরও একটি বই দিয়ে যাব। শিক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনোযোগ দিয়ে শুনলাম সব। আমি তো বহুদিন পর কুণাল ঘোষকে সামনাসামনি দেখলাম। একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎ। এরমধ্যে রাজনীতির কোনও গন্ধ নেই। কুণাল ঘোষের কলম নিয়ে তো প্রশ্ন করার জায়গা নেই। আমি তো সবসময় বলতাম, যে কুণাল ঘোষ বিতর্কিত, তাঁকে আমি চিনি না। কিন্তু, কুণাল ঘোষের লেখনী শক্তিকে আমি চিনি। সেইসমস্ত কথা কিছুক্ষণ হল। জিজ্ঞাসা করলেন, “কী কেমন আছেন” ? আমিও বললাম। ব্যাস, এই পর্যন্ত।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!