এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অনেককে টপকে ক্ষমতায় পার্থ, নেই সংখ্যালঘু মুখও — অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই

অনেককে টপকে ক্ষমতায় পার্থ, নেই সংখ্যালঘু মুখও — অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দলের গোষ্ঠী কোন্দল কমাতে এবং বিধানসভা নির্বাচনের সাফল্য পেতে সম্প্রতি কোচবিহার জেলায় তৃণমূলের ব্যাপক রদবদল অনুষ্ঠিত হয়েছে। দলের অপেক্ষাকৃত তরুণ মুখ তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এখন ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে। গত লোকসভা নির্বাচনের আগে এই জেলায় তৃণমূলের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। পরবর্তীতে দলীয় প্রার্থীকে না জেতাতে পারার কারণে তাকে সরিয়ে দিয়ে সভাপতি করা হয় বিনয়কৃষ্ণ বর্মনকে।

যেখানে কার্যকরী সভাপতি দায়িত্ব পান পার্থপ্রতিম রায়। কিন্তু এবার অপেক্ষাকৃত সেই তরুণ মুখকে দায়িত্ব দিয়ে বিধানসভা নির্বাচনে তার কাঁধে ভর করে দলকে সাফল্য পাওয়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোচবিহার জেলায় তৃণমূলের নেতার মধ্যে এখন আলোচনা শুরু হয়েছে, যেখানে বিজেপির এত বাড়বাড়ন্ত, সেখানে তরুণ-যুবক পার্থ প্রতিম রায়কে দায়িত্ব দিয়ে তিনি কি আদৌ সব সামলাতে পারবেন?

জানা গেছে, কোচবিহার জেলা রাজনীতিতে এবার পদ বন্টন নিয়ে সব থেকে বেশি সমস্যা হতে পারে। কেননা তরুণ মুখ পার্থপ্রতিম রায় দলের প্রবীনদের কার্যত নিষ্ক্রিয় করে দিতে পারেন বলে অনেকে অভিযোগ তুলছেন। যার ফলে প্রবীণ-নবীনের দ্বন্দ্ব বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় তৃণমূলের ঘুম কেড়ে নিতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে বিনয় কৃষ্ণ বর্মন, মিহির গোস্বামী, আব্দুল জলিল আহমেদ, হিতেন বর্মন উদয়ন গুহ এখন সকলেই প্রবীণের তালিকায় রয়েছেন। তাই সভাপতির দায়িত্ব পাওয়া তরুণ মুখ পার্থপ্রতিম রায় প্রবীনদের কতটা গুরুত্ব দেন, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। কেননা রবীন্দ্রনাথ ঘোষের মত বিচক্ষণ ব্যক্তিত্বকে যদি জেলার রাজনীতিতে কাজে লাগানো না হয়, তাহলে তিনি আবার সরব হতে পারেন। যার ফলে প্রকাশ্যে চলে আসতে পারে গোষ্ঠী কোন্দল।

তবে নবীন এবং প্রবীণ সকলকে নিয়ে যাতে একসাথে কাজ করা যায়, তার এদিন অনেক প্রবীণ নেতা নেত্রীর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে এসেছেন জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়। যার মধ্যে অন্যতম আব্দুল জলিল আহমেদ। এদিন তিনি বলেন, “দল পার্থপ্রতিমকে দায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে যেন জেলায় ভালো ফল হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব।” তবে মুখে যে যাই বলুন না কেন, কোচবিহার জেলা রাজনীতিতে তরুণ মুখ পার্থপ্রতিম রায় দায়িত্ব পাওয়ার পর এবার তিনি নবীন এবং প্রবীণের সামঞ্জস্য বজায় রাখতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!