এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘পার্থর উপার্জিত টাকায় সমৃদ্ধ তৃণমূল’ ! শাসকদলের অবস্থানকে নিয়ে তীব্র কটাক্ষ বিকাশরঞ্জনের !

‘পার্থর উপার্জিত টাকায় সমৃদ্ধ তৃণমূল’ ! শাসকদলের অবস্থানকে নিয়ে তীব্র কটাক্ষ বিকাশরঞ্জনের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ইডি’র অভিযান তল্লাশির পর গত শিনিবার শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায়  গ্রেপ্তার  হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বাভিকভাবে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের অন্যতম শীর্ষ নেতা গ্রেফতার হওয়ার কারণে যথেষ্ট চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস ।আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের অবস্থানকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন সিপিএম হেভিওয়েট নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

এদিন এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন, ‘পার্থবাবুর মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে তৃণমূল নিজেদের সমৃদ্ধ করল। এখন বলছে সম্পর্ক নেই? এগুলো চূড়ান্ত ছলচাতুরি। এবং ওরা মনে করে মানুষ গাধা। আমরাও তার প্রমাণ দিই। আমরাও সেভাবে প্রতিবাদ করি না। কেন গোটা রাজ্য ভেঙে পড়েনি প্রতিবাদে সেটা তো আমি বুঝতে পারছি না। সেটা থেকেই বোঝা যায় ও বুঝে গেছে যা করব পশ্চিমবঙ্গের লোক মেনে নেবে ।’

অর্থাৎ এদিনের এই ঘটনাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হওয়ার পরেও এর দায় তৃণমূল অস্বীকার করায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর বক্তব্যের মাধ্যমে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের অবস্থানকে নিয়ে তীব্র কটাক্ষ করে ধুয়ে দিলেন বলে মনে করছেন  একাংশ । তবে এখন দেখার বিষয় আগামীদিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!