এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী বাছাই হতেই উজ্জীবিত গেরুয়া শিবির, মুখ্যমন্ত্রীকে একের পর এক কটাক্ষ শুভেন্দু অধিকারীর

প্রার্থী বাছাই হতেই উজ্জীবিত গেরুয়া শিবির, মুখ্যমন্ত্রীকে একের পর এক কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুর আগেভাগেই প্রার্থী দিয়েছিল তৃণমূল, সেখান থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মনোনয়ন জমা করে দিয়েছেন তিনি। সেদিক থেকে কিছুটা ব্যাকফুটে ছিল বিজেপি। তবে, গতকাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। আর প্রার্থী দেবার পরেই উজ্জীবিত গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীকে একের পর এক হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে বিজেপির নেতাদের। উপ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী জানালেন যে, কে বলেছিলেন তাঁকে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াতে। প্রায় ৮০ হাজার ভোটে তাঁকে জিতিয়ে দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু নন্দীগ্রামের মানুষ ১৯৫৬ টি ভোটে তাঁকে জিতিয়ে দিয়েছেন। যতোদিন বাঁচবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন তার কানের কাছে বাজবে যে, শুভেন্দুর কাছে তিনি হেরে গেছেন। শুভেন্দু অধিকারী জানান, ভবানীপুরেও জয়লাভ করবে বিজেপি। কারণ ঘরে ঘরে বেকার। ভোটারদের তিনি বলবেন বাড়ি থেকে বেরিয়ে আসতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তালিবানি রাজ থেকে বাঁচাতে হবে রাজ্যকে, তাই পদ্মফুলে ভোট দিতে হবে। তিনি জানালেন, একজন তৃণমূল প্রার্থী যিনি এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন, আর বিজেপি প্রার্থী যিনি মাঠে ঘুরে বেরিয়েছেন, ঘরছাড়াদেরকে ঘরে আনতে, অত্যাচারিত মানুষের পাশে থেকেছেন। ভবানীপুরের ভোট ভোট পরবর্তী অশান্তির বিরুদ্ধে লড়াই। এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের লড়াই। মানুষকে ঠিক করতে হবে ভবানীপুরের মানুষ লক্ষাধিক মানুষকে ঘরছাড়া করা, নারীদের সম্ভ্রম লুট করা তৃণমূলের পাশে থাকবেন? নাকি অভিজিৎ সরকারের মতো মানুষদের পাশে থাকবেন?

শুভেন্দু অধিকারী জানান, যার জন্য বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, তাঁকে মানুষ ভোট দেবেন? নাকি যিনি ঘর ছাড়াদের পাশে দাঁড়িয়েছেন, তাঁকে ভোট দেবেন? এ ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে হবে মানুষকে। আবার ইতিপূর্বে শুভেন্দু অধিকারীকে ভগবানের জ্যেষ্ঠপুত্র বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তরে তিনি জানালেন যে, তিনি তাঁর নাম দিয়েছেন ভগবানের জ্যেষ্ঠপুত্র। আসলে প্রচন্ড যন্ত্রণা থেকে এসব কথা বলছেন তিনি। কোনোদিনই ভুলতে পারবেন না যে, শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন তিনি। এই যন্ত্রণা নিয়েই চলতে হবে তাঁকে। মাথা থেকে এ কথা কোনদিন বের করতে পারবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!