প্রার্থী ঘোষণা হতেই রনাংদেহি মুখ্যমন্ত্রী, বিজেপিকে একের পর এক কটাক্ষ ও হুঁশিয়ারি কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য September 8, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে সেপ্টেম্বর ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী ঘোষণার পর আজ চেতলায় প্রথম কর্মী সভায় যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কর্মীসভা থেকে বিজেপিকে একের পর এক হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চেতলার কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, শুধু তারাই জানেন যে, কীভাবে তারা ভোটের লড়াই করেছেন? একদিকে রয়েছে সমস্ত রকম এজেন্সি। সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। পায়ে আঘাত পেয়েছিলেন, কিন্তু তাঁকে জব্দ করতে পারেনি বিজেপি। তিনি অভিযোগ করেছেন, চক্রান্ত করে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। কিন্তু হামলার পর পায়ে প্লাস্টার নিয়ে সেদিনই তিনি বেরিয়ে পড়েছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন যে, কথায় কথায় বাইরে থেকে গুন্ডা এনে ভোট করানো হয়েছিল, কথায় কথায় হুমকি দেয়া হয়েছিল। এমন ভাবে তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল যে, ভাবলে শিউরে উঠতে হয়। তিনি একটা জায়গায় হেরেছেন, এর জন্য তিনি আদালতে গেছেন। ইলেকশন মেশিন নিয়ে কি প্ল্যানিং হয়েছিল? তা তিনিও কিছু কিছু জেনেছেন। অন্যদিকে সরাসরি নাম না নিয়েও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে দেওয়া আদালতের রক্ষাকবচ সম্পর্কে তিনি জানালেন যে, তাদের কাছে যদি খুনের অভিযোগের তথ্য থাকে, তাহলেও তাঁর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। কেন তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না? তিনি কি ভগবানের জ্যেষ্ঠপুত্র? এমনই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আপনার মতামত জানান -