এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রার্থী ঘোষণার আগেই বিজেপি নেতার নামে দেওয়াল লিখন বালুরঘাটে, গুঞ্জন তীব্র!

প্রার্থী ঘোষণার আগেই বিজেপি নেতার নামে দেওয়াল লিখন বালুরঘাটে, গুঞ্জন তীব্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে, তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে। সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দল হওয়ার সুবাদে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেই প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেছে ভারতীয় জনতা পার্টি। আর তার মাঝেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতার নামে দেওয়াল লিখন চোখে পড়ল। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে।

বিশেষ সূত্র মারফত খবর, বৃহস্পতিবার বালুরঘাটের দিশারী ক্লাব সংলগ্ন এলাকায় বেশ কিছু দেওয়ালে বিজেপির দেওয়াল লিখন চোখে পড়ে। যেখানে নীলাঞ্জন রায়ের নামে এই দেওয়াল লিখন দেখতে পাওয়া যায়। আর তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, এখনও পর্যন্ত দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই কেন এই নেতার নামে দেওয়াল লিখন? এতে কি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হল না?

অনেকে আবার দাবি করতে শুরু করেন, এই দেওয়াল লিখন থেকেই স্পষ্ট হয়ে গেল, আগামী বিধানসভা নির্বাচনে হয়ত বা প্রার্থী হতে চলেছেন নীলাঞ্জনবাবু। আর সেই খবর চাউর হতেই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে তার নাম করে দেওয়াল লিখন শুরু হয়েছে বলে দাবি করছেন একাংশ। তবে অনেকে আবার বলছেন, এই দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচনের আগে চরম আকার ধারণ করতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, সত্যিই তো তাই! যেখানে বিজেপির পক্ষ থেকে চটজলদি প্রার্থী ঘোষণা করা হয় না বলে দাবি করা হয়, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের সময় কেন এভাবে বালুরঘাটে এক বিজেপি নেতার নাম দিয়ে দেওয়াল লিখন হল? ইতিমধ্যেই এই গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন। এদিন তিনি বলেন, “এই ধরনের ঘটনা কাম্য নয়। যদি এই ঘটনা ঘটে, থাকে, তাহলে তদন্ত করা হবে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী ঘোষণা করবে।”

বিশ্লেষকদের মতে, বালুরঘাট বিজেপির অত্যন্ত সেফ সিট হিসেবেই পরিচিত। গত লোকসভা নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর এবার দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুল ফোটাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবেই দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবে, তা অবশ্যই গুঞ্জনের বিষয়ে সকলের কাছে।

ইতিমধ্যেই আরএসএস ঘনিষ্ঠ উদয় সরকার, নীলাঞ্জন রায় সহ একাধিক ব্যক্তির নাম নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে এর মাঝেই গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করা নীলাঞ্জন রায়ের নামে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন সেই গুঞ্জনকে আরও তীব্র থেকে তীব্রতর করে দিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!