এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী হিসেবে মানবেন না সিঙ্গুরের মাস্টারমশাইকে, আমরণ অনশনে বিজেপি নেতা কর্মীরা!

প্রার্থী হিসেবে মানবেন না সিঙ্গুরের মাস্টারমশাইকে, আমরণ অনশনে বিজেপি নেতা কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন আগেই তৃণমূলের টিকিট না পেয়ে চারবারের সিঙ্গুরের বিধায়ক প্রবীণ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলবদল করেন। বিজেপিতে যোগদান করার পর যদি দল ইচ্ছা প্রকাশ করে, তাহলে তিনি লড়তে রাজি বলে জানিয়ে দেন। আর এর পরেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার সময় সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি।

কিন্তু তৃণমূল থেকে কিছুদিন আগেই দলে যুক্ত হওয়া রবীন্দ্রনাথবাবুকে কেন প্রার্থী করা হল, তা নিয়ে প্রতিবাদ শুরু করে দেন বিজেপির একাংশ। তবে বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেই ক্ষোভ প্রশমনের বহু চেষ্টা হয়েছে। যার পরে মনে করা হয়েছিল, হয়ত বা ধীরে ধীরে এই আপত্তি মিলিয়ে যাবে। কিন্তু এবার তা আরও চরম আকার ধারণ করল। এবার রবীন্দ্রনাথবাবুকে মানতে না পেরে আমরন অনশনে বসতে চলেছেন বিজেপির একাংশ।

জানা গেছে, সিঙ্গুরের বুড়েশান্তি মাঠে এদিন অনুষ্ঠানে শামিল হয়েছেন বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। এমনকি প্রার্থী বদল না করলে যে তাদের এই অনশন চলবে, তাও জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা নেত্রীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকেরা বলছেন, বিজেপি নিজেদের শৃঙ্খলা পরায়ন দল হিসেবে দাবি করে। কিন্তু এভাবেই যদি চলতে থাকে, তাহলে কিভাবে তারা 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে! এবার প্রার্থী নিয়ে আপত্তি রাজ্যে যেভাবে সিঙ্গুরে আমরণ অনশনে বসলেন দলের একাংশ, তাতে পরিস্থিতি ক্রমশ বেকায়দায় পৌঁছে গিয়েছে।

ভবিষ্যতে এই দ্বন্দ্ব যদি মেটানো সম্ভব না হয়, তাহলে বিজেপির পক্ষের সিঙ্গুর দখল করা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আমরণ অনশনে বসার বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের মান ভঙ্গ করতে দলের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!