এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী না করলেও তৃণমূল থেকে আসা তিন বিধায়ককে গুরুত্বপূর্ণ জায়গা দিল বিজেপি, জেনে নিন

প্রার্থী না করলেও তৃণমূল থেকে আসা তিন বিধায়ককে গুরুত্বপূর্ণ জায়গা দিল বিজেপি, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানে তারা পদ্মফুল শিবিরে যোগ দিয়েছিলেন। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর টিকিট পাওয়ার যে বাসনাই থাকুক না কেন, বাস্তবে তারা শুধুমাত্র বিজেপির হয়েই কাজ করতে চান বলে জানিয়ে দিয়েছিলেন। তবে তৃণমূল থেকে বিজেপিতে যে সমস্ত বিধায়ক এসেছিলেন, তাদের মধ্যে অনেককেই গেরুয়া শিবির এবারের নির্বাচনে প্রার্থী করেছে। তবে সকলকে প্রার্থী করা সম্ভব হয়নি। যার মধ্যে ছিলেন সোনালী গুহ থেকে শুরু করে শীতল সর্দার, দীপেন্দু বিশ্বাসের মত ব্যক্তিরা। কিন্তু প্রার্থী না করলেও বিজেপিতে আসা এই তিন বিধায়ককে সম্মান দিল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, সোনালী গুহ, শীতল সর্দার এবং দীপেন্দু বিশ্বাসদের বিজেপির রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হল। অর্থাৎ গেরুয়া শিবির এই তিন বিধায়ককে দলে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে বুঝিয়ে দিল, বিজেপি তাদের সম্মান দিতে জানে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তারা বিজেপিতে এসে টিকিট পাওয়ার আশা করেছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত গেরুয়া শিবিরে তাদের টিকিট পাওয়া সম্ভব হয়নি। যার ফলে অনেকের মনেই তৈরি হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া। আর এই পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে আসা এই তিন বিধায়ককে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করে তাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করল ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে শুরু করে জটু লাহিড়ী, তৃণমূল থেকে আসা অনেক ব্যক্তিকে বিজেপি এবার টিকিট দিয়েছে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য দল থেকে লোক ভাড়া করে নিয়ে বিজেপি টিকিট দিচ্ছে। তাদের নিজের কোনো লোক নেই। আর এই পরিস্থিতিতে সোনালী গুহ থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস, শীতল সর্দারদের মত ব্যক্তিত্বরা বিজেপিতে যোগ দিলেও, যেভাবে টিকিট পেলেন না, তা নিয়ে নানা মহলে শুরু হয়েছিল গুঞ্জন।

আর এই পরিস্থিতিতে নির্বাচনে যাতে টিকিট না পেয়ে তারা অন্য কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য এবার বিজেপির পক্ষ থেকে এই তিন নেতা-নেত্রীকে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য পদে বসানো হল। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে টিকিট না পেলেও নতুন দলে যোগদান করে বড়সড় গুরুত্বপূর্ণ পদ পেলেন তৃণমূল থেকে আসা তিন বিধায়ক।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!