এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপি সভাপতিকে ঘিরে বিক্ষোভ, অস্বস্তি তুঙ্গে!

প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপি সভাপতিকে ঘিরে বিক্ষোভ, অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবিবার বিজেপির পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন অনেক ফিল্মস্টার থেকে শুরু করে সাংবাদিক, এমনকি তৃণমূল থেকে বিজেপিতে আসা অনেক নেতা নেত্রীরা‌। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অনেক নেতাকর্মীরা এমনিতেই ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন।

আর এই পরিস্থিতিতে কালচিনি বিধানসভা কেন্দ্রে বিশাল লামাকে প্রার্থী করার পরেই আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। যার ফলে অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির। জানা যায়, রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার ঘর ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা।

তারা দাবি করেন, একজন সদ্য মোর্চা ত্যাগী নেতাকে কিভাবে কালচিনি বিধানসভায় টিকিট দেওয়া হল! পাশাপাশি কালচিনি বিধানসভায় বিশাল লামাকে টিকিট দেওয়া হলেও, তার প্রার্থীপদ অবিলম্বে বাতিল করতে হবে বলেও জানাতে থাকেন সেই নেতাকর্মীরা‌। শুধু তাই নয়, এই ব্যক্তিকে প্রার্থী করার জন্য বিজেপি সাংসদ রাজু সিং বিস্তার বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিক্ষোভকারীদের অভিযোগ, বিমল গুরুংয়ের অনুগামী এই নেতা কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করার ঘোষণা করলেও কিছুদিন আগেই টিকিট পাওয়ার লোভে বিশাল লামা বিজেপিতে যোগ দিয়েছেন। যারা এতদিন মার খেয়ে দলটা করেছে, কেন তাদের বঞ্চিত করা হল! স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন তুলে ধরে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে বিদ্ধ করেছে দলের একাংশ।

সত্যিই তো তাই! কেন এইভাবে পুরনো কর্মীদের বঞ্চিত করা হল? এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “অশোক লাহিড়ী আলিপুরদুয়ারে প্রার্থী হচ্ছে, তা আমি জানতামই না। এই নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাকে চিনি না। তাই অশোক লাহিড়ী ব্যাপারে কিছু বলতে পারব না। দুইদিন আগে বিশাল নামা গোর্খা জনমুক্তি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে কালকিনিতে প্রার্থী করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব জেলার কোনো মতামত নেয়নি।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!