এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রার্থী তালিকায় দুর্নীতি! নির্বাচনী কমিটি থেকে ইস্তফা হেভিওয়েট নেতার!

প্রার্থী তালিকায় দুর্নীতি! নির্বাচনী কমিটি থেকে ইস্তফা হেভিওয়েট নেতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এমনিতেই কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে একটি আসনেও জয়লাভ করতে পারেনি হাত শিবির। আর তার মাঝেই এবার কলকাতা পৌরসভার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। যেখানে এবার সেই প্রার্থী তালিকায় দুর্নীতির অভিযোগ উঠল। যে অভিযোগ তুলে কংগ্রেসের নির্বাচনী কমিটি থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কুমার দত্ত। স্বাভাবিকভাবেই একদিকে সংগঠনের ভঙ্গুর দশা, আর তার মধ্যে হেভিওয়েট নেতার ইস্তফা বিধান ভবনকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার সকালে কংগ্রেসের নির্বাচনী কমিটি থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন প্রশান্ত কুমার দত্ত। যেখানে প্রার্থী তালিকায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে প্রশান্তবাবু বলেন, “স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। দুর্নীতি হচ্ছে। আমি চাই না, এইভাবে কংগ্রেসের মুখ পুড়ুক। তাই অধীরবাবুকে চিঠি দিয়েছি। আমি এই কমিটিতে থাকব না।”

একাংশ বলছেন, কংগ্রেস নেতৃত্ব প্রার্থী তালিকা নিয়ে যথেষ্ট চাপের মুখে পড়েছে। দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ বাড়তে শুরু করেছে। আর তার মধ্যেই নির্বাচনী কমিটি থেকে এই হেভিওয়েট নেতার ইস্তফা চাপে ফেলে দিল হাত শিবিরকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!