এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থীর বিরুদ্ধে এফআইআর! উপনির্বাচনের প্রচার শুরুতেই বিরাট ধাক্কা বিজেপির!

প্রার্থীর বিরুদ্ধে এফআইআর! উপনির্বাচনের প্রচার শুরুতেই বিরাট ধাক্কা বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী 30 অক্টোবর রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। যার মধ্যে রয়েছে খড়দহ বিধানসভা কেন্দ্র। মূলত 2021 এর বিধানসভা নির্বাচনে লড়াই করলেও, ভোটের ফলাফলে জয়লাভ করেছিলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হওয়ার আগেই তিনি প্রয়াত হন। স্বাভাবিকভাবেই ফলাফল প্রকাশ হওয়ার পর আবার সেখানে উপনির্বাচনের সম্ভাবনার সৃষ্টি হয়। বর্তমানে সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী জয়ী সাহা। ইতিমধ্যেই প্রচারে চমক দিয়েছেন বিজেপি প্রার্থী। যেখানে তৃণমূলের প্রয়াত প্রাক্তন বিধায়ক কাজল সিনহার বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে।

 

তবে তার এই ধরনের উদ্যোগ এবার বিজেপিকে চরম বেকায়দায় ফেলে দিল। যেখানে প্রয়াত কাজলবাবুকে বিজেপি নিজেদের প্রচারে ব্যবহার করছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী নন্দিতা সিনহা। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এবং খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।সূত্রের খবর, এদিন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা অভিযোগ করেছেন যে, তার স্বামীর ছবি নিজেদের প্রচারের কাজে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে তার এবং তার পরিবারের সম্মানহানি হচ্ছে। যদিও বা নন্দিতা দেবী এই অভিযোগ করলেও, বিজেপি প্রার্থী কিন্তু অন্য কথা বলেছেন।

এদিন এই প্রসঙ্গে খড়দহের বিজেবি প্রার্থী জয় সাহা বলেন, “খড়দহ বিধানসভা উপনির্বাচন হচ্ছে শ্রদ্ধেয় কাজল সিনহার মৃত্যুর জন্য। আর খড়দহ বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে আমার মনে হয়েছে, আমার তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। তাই আমি তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।” কিন্তু বিজেপি প্রার্থী মুখে যে কথাই বলুন না কেন, প্রয়াত তৃণমূল বিধায়কের স্ত্রী যেভাবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, তাতে কিন্তু গেরুয়া শিবির এখানে অনেকটাই ব্যাকফুটে পড়ে গেল। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!