এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পার্টি অফিস কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, জোর শোরগোল !

পার্টি অফিস কন্ট্রাক্টরকে ভাড়া দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, জোর শোরগোল !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দলকে সম্পূর্ণ গোপন রেখেই তৃণমূলের পার্টি অফিস এক কন্ট্রাক্টরকে ভাড়া দিয়েছেন পঞ্চায়েত সমিতির জনৈক তৃণমূল সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতির নামে এমনই অভিযোগ তুললেন দলের একাংশ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেটে দলকে না জানিয়ে পার্টি অফিস কন্ট্রাক্টরকে ভাড়া দিয়েছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি চন্দন সাউ, এমন অভিযোগ উঠে এলো। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এই ঘটনায় জেলা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে পড়েছে।

দলীয় অফিস ভাড়া দেওয়া প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটের বেশকিছু তৃণমূল নেতা অভিযোগ করেছেন যে, দলের কাছে গোপন রেখেই এই পার্টি অফিস ভাড়া দেওয়া হয়েছে এক কন্টাকটারকে। এই কাজটি করেছেন এক হেভিওয়েট তৃণমূল নেতা তথা পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি চন্দন সাউ। তাঁরা অভিযোগ করেছেন যে, নির্বাচনের পূর্বে এভাবে দলীয় কার্যালয়ে ভাড়া দেওয়ায়, দলের সাংগঠনিক কাজকর্মে বাধার সৃষ্টি হচ্ছে। মিটিং, গোপন বৈঠক কোন কিছুই করতে পারছেন না তাঁরা। পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউয়ের নামে এমনই অভিযোগ করলেন পঁচেটের তৃণমূল কংগ্রেস সভাপতি নীলমাধব দাস অধিকারী।

আপনার মতামত জানান -

তবে পটাশপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি চন্দন সাউ তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, পার্টি অফিস তিনি ভাড়া দেন নি। রাস্তার কাজ যাতে দ্রুত হয়, সেজন্য কন্ট্রাক্টরকে তাঁর জিনিসপত্র রাখতে ও তাঁর লোকজনকে বিনামূল্যে থাকতে অফিসটি দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, অফিসের সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। যেখানে কাজের জিনিসপত্রগুলি রাখতে সুবিধা হবে। এর জন্য পার্টি অফিসের কোন কাজকর্ম ব্যাহত হয়ে যায়নি বলে তাঁর দাবি।

তবে, পার্টি অফিস ভাড়া দেওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির কাঁথি সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সম্প্রতি আমফান,কাটমানি এসবের টাকা বন্ধ আছে। তাই আয় প্রায় বন্ধ রয়েছে। তাঁর কথায়, কালীঘাটে টালি চালও পারলে তাঁরা ভাড়া দিতে পারেন। প্রসঙ্গত গত মাসে পঞ্চায়েতের দখল নিয়ে পটাশপুর উত্তপ্ত হয়ে উঠেছিল। পড়ে গেছিল তীব্র শোরগোল। সম্প্রতি দলের পার্টি অফিস ভাড়া দেওয়া নিয়ে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। জেলায় জেলায় শাসকদলের অন্তর্দ্বন্দ্ব ব্যাতিব্যস্ত করে রেখেছে দলের শীর্ষ নেতৃত্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!