এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী নিয়ে বাড়ছে বিক্ষোভ, বিতর্ক থামাতে ময়দানে দেব!

প্রার্থী নিয়ে বাড়ছে বিক্ষোভ, বিতর্ক থামাতে ময়দানে দেব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। একের পর এক টিকিট প্রত্যাশী নেতা নেত্রীরা দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে শুরু করেছেন। যার ফলে শাসকদলের অস্বস্তি বাড়ছে। অনেক জায়গাতেই বিতর্ককে সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের হেভিওয়েট সুপারস্টারদের প্রার্থী করেছেন। যা আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ঘাসফুল শিবিরের কাছে‌। বহিরাগত কোনো প্রার্থীকে যে স্থানীয় নেতা নেত্রীরা মানবেন না, তা নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের যারা টিকিট পেলেন না, বা যারা বিক্ষোভ শুরু করেছেন, তারা খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। তবে বিতর্ককে সামাল দিতে এবং দলের বিক্ষুব্ধ নেতাদের মানভঞ্জন করতে এবার ময়দানে নামতে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে। দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে, তাকেই সমর্থন করে সকলের প্রচার করা উচিত বলে জানিয়ে দিলেন এই প্রথম সারির অভিনেতা।

সূত্রের খবর, এদিন ডেবরায় উৎসবের শেষ দিনে সেখানে উপস্থিত হন ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দেব। আর সেই মঞ্চ থেকেই ডেবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবিরের হয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। বিশিষ্ট এই অভিনেতা বলেন, “এই মুহূর্তে কাজের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ কেউ নেই। তাই দলের তরফে যাকে মনোনীত করা হয়েছে, তার সমর্থনেই প্রচার করা উচিত।” অর্থাৎ অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে যেভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তা যাতে ডেবরাতে না হয়, তার জন্য আগেভাগেই এই কথা বলে রাখলেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন প্রাক্তন এই পুলিশকর্তা হুমায়ুন কবীর। আর তারপর থেকেই তিনি বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তাতেই সীলমোহর পড়েছে। কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যখন বহিরাগত প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে, তখন ডেবরাতেও এইরকম কিছু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তাই সেই ডেবরায় উৎসবের মঞ্চে উপস্থিত হয়ে প্রার্থী নিয়ে বিতর্ককে আগেভাগেই দমিয়ে দেওয়ার চেষ্টা করলেন ঘাটালের তৃণমূল সাংসদ।

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের প্রার্থী নিয়ে যদি দলের এই অসন্তোষ লাগাতারভাবে বাইরে আসতে শুরু করে, তাহলে আখেরে ক্ষতি হবে ঘাসফুল শিবিরের। ইতিমধ্যেই টিকিট না পেয়ে অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন বলে খবর। আবার কোনো কোনো জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

স্বাভাবিকভাবেই এরফলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফায়দা তুলে নিতে পারে বিরোধীরা। তাই এই পরিস্থিতিতে ঘাটালের তৃণমূল সাংসদ বিশিষ্ট অভিনেতা দেবের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। তবে হেভিওয়েট এই অভিনেতা দলের প্রার্থীকে সমর্থন করার কথা বললেও, দলের বিক্ষুব্ধ নেতারা কতটা তা মান্যতা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!