এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পার্টি অফিস দখল নিয়ে তীব্র চাপানউতোর, গোষ্ঠীদ্বন্দের ইঙ্গিত-সৌজন্যে তৃণমূল

পার্টি অফিস দখল নিয়ে তীব্র চাপানউতোর, গোষ্ঠীদ্বন্দের ইঙ্গিত-সৌজন্যে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সামনে এলো পার্টি অফিসের পদচ্যুতির কথা। এতদিন শোনা গিয়েছে পার্টি অফিস দখলের গল্প, কিন্তু এবার শোনা গেল অন্যকথা। কার্যত ব্লক কার্যালয় বদলে গিয়ে হয়ে গেল অঞ্চল কার্যালয়। আর এই পুরোটাই হয়েছে তৃণমূল দলীয় কার্যালয় ঘিরে। ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই। কার্যত তৃণমূলের একাংশ দলীয় গোষ্ঠীদ্বন্দের দিকেই আঙুল তুলেছে। জামালপুরে তৃণমূলের ব্লক কার্যালয় বলে দীর্ঘদিন তেমন কিছু ছিলনা। সেক্ষেত্রে ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি মেহমুদ খাঁ একটা সময় জামালপুর পুলমাথার কাছে একটি কাপড়ের দোকানে বসতেন এবং সেখান থেকেই দলীয় কাজকর্ম চালাতেন।

2011 এ জামালপুর বিধানসভা তৃণমূল দখল করার পর সেখানকার বিধায়ক নির্বাচিত হন উজ্জল প্রামাণিক। কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে তৃণমূল কর্মী মেহমুদের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে বিধায়ক উজ্জল প্রামাণিকের। ইতিমধ্যেই জামালপুর বাসস্ট্যান্ডের কাছে একটি তৃণমূল কার্যালয় তৈরি হয় এবং সেখানে এতদিন পর্যন্ত লেখা ছিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়। জানা গিয়েছে, ওই কার্যালয়ে তৃণমূল বিধায়ক উজ্জল প্রামাণিকসহ তৃণমূলের তদানীন্তন ব্লক সভাপতি অরবিন্দ ভট্টাচার্য এবং অন্যান্যরা কাজকর্ম চালাতেন। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পুলমাথায় একটি দলীয় অফিস তৈরি করেছিলেন তৃণমূল নেতা মেহমুদ খাঁ।

2016 বিধানসভা নির্বাচনে এই উজ্জল প্রামাণিক জামালপুর বিধানসভার হেরে যান। সে সময় জয়ী হন বাম প্রার্থী। এরপর 2021 এর বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ব্লক তৃণমূল সভাপতি অরবিন্দ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় যুব সংগঠনের কার্যকরী সভাপতি  শ্রীমন্ত রায়কে নিয়ে আসা হয়। কার্যত এবার উজ্জল জামালপুর বিধানসভার প্রার্থী হননি। গলসির বিধায়ক অলোক মাঝিকে নিয়ে এসে জামালপুরের প্রার্থী করা হয়। অন্যদিকে ভোটের মুখে শ্রীমন্ত রায়কেও সরিয়ে দেওয়া হয় এবং উল্লেখযোগ্যভাবে তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব পান মেহমুদ খাঁ এবং বিধায়ক হিসেবে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অলোক মাঝি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই জামালপুর পার্টি অফিসটি দখল হয়ে যায়। সেখানে ব্লক কথাটি মুছে দুই শব্দ লিখে দেওয়া হয় অর্থাৎ দু’নম্বর অঞ্চল অফিস বলে সেটি উল্লেখ করা হয়। আর সেখান থেকেই শুরু হয়েছে সমস্যা। ইতিমধ্যেই ব্লক তৃণমূলের আগের সভাপতি শ্রীমন্ত রায় এবং জেলার তৃণমূল নেতা প্রদীপ পাল অভিযোগ জানিয়ে বলেছেন, ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই দলের একাংশ জামালপুর দলীয় কার্যালয় দখল করে নেয় এবং ব্লক কথাটি দেওয়াল থেকে মুছে দিয়েছেন দখলকারীরা। অন্যদিকে জেলার তৃণমূল নেতা প্রদীপ পাল জানিয়েছেন, তিনি এ ব্যাপারে শীর্ষ নেতৃত্বকে সমস্ত কথা জানিয়ে হস্তক্ষেপের আবেদন করেছেন। তবে পার্টি অফিস দখলের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বর্তমান তৃণমূল সভাপতি।

মেহমুদ খাঁ বরং পাল্টা বলেছেন, যে পার্টি অফিসের কথা বলা হচ্ছে তিনি সেখানে যাননা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে তিনি খোঁজ নিয়ে সম্পূর্ণ তথ্য দিতে পারবেন। সবমিলিয়ে জামালপুরের পার্টি অফিস দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত তীব্রভাবে দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্য বার্তা দিয়ে যাচ্ছেন দলনেত্রী। কিন্তু সেই বার্তা যে আজও কাজ করেনি তা জামালপুরের ঘটনাতে প্রকাশ হলো আবার। আপাতত পার্টি অফিস দখল করে নাম পরিবর্তনের ঘটনা নিয়ে এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!