এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোষ্ঠীকোন্দলে তৃণমূলের ঝান্ডাই গায়েব হল পার্টি অফিসের সামনে থেকে? তবুও আঙুল বিজেপির দিকে?

গোষ্ঠীকোন্দলে তৃণমূলের ঝান্ডাই গায়েব হল পার্টি অফিসের সামনে থেকে? তবুও আঙুল বিজেপির দিকে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল কোনো নতুন ঘটনা নয়। সেখানে সম্প্রতি শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে দলীয় পতাকা উধাও হয়ে গেছে বলেই জানা গেছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট বাজারে শাসকদলের পার্টি অফিসে।

জানা গেছে, এখান থেকেই পতাকা খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে নয়ারহাট বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসের সামনে থেকে দলের পতাকা খুলে নিয়ে গিয়েছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে এই অভিযোগকে অস্বীকার করেছে বলেই জানা গেছে।

বিজেপির কথায়, তৃণমূলের সর্বত্রই গোষ্ঠী কোন্দল লক্ষ্য করা গেছে। সেখানে নয়ারহাটেও একাধিক গোষ্ঠী আছে। তাঁদের দাবি, সেখানে তৃণমূল নিজেরাই পার্টি অফিসের সামনে থেকে পতাকা সরিয়ে বিজেপির নামে বদনাম করছে। অন্যদিকে, তৃণমূলের তরফে মাথাভাঙা থানায় এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলেও জানা গেছে।

এবিষয়ে মাথাভাঙা থানার পুলিস তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এবিষয়ে পুলিশ জানিয়েছে যে, নয়ারহাটে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের মাথাভাঙা-১ ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনের পর থেকে তাঁদের অনেক কর্মীরাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কারণে নয়ারহাট বাজারে যেতে পারছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, ওরা গোটা এলাকায় অরাজকতা তৈরি করে রেখেছে। মঙ্গলবার ইচ্ছাগঞ্জ বাজার থেকে মিছিল করে তৃণমূল নয়ারহাট বাজারে গিয়ে পথসভা করে। ওই দিনই পার্টি অফিসের সামনে দলীয় পতাকা লাগানো হয়। যা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুলে ফেলেছে বলেই অভিযোগ করেছেন তিনি।

যদিও তথ্য সূত্রে জানা গেছে, গত লোকসভা নির্বাচনের পর থেকেই বেশ কয়েকমাস ধরে মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতা-কর্মীরা ঢুকতে পারেননি। আর সেইসঙ্গে বিজেপির অত্যাচারের ভয়ে ওই সময়ে অনেক তৃণমূল নেতা-কর্মী দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন বলেও জানা গেছে। সেইসঙ্গে দীর্ঘসময় তারা গ্রাম পঞ্চায়েত অফিসেও ঢুকতে পারেননি বলে অভিযোগ জানা গেছে।

রাজনৈতিক অনেক ঝামেলার পর সম্প্রতি প্রধান পঞ্চায়েত অফিসে যাওয়া শুরু করেছেন বলে জানা গেছে। এরপর গত মঙ্গলবার তৃণমূল এলাকায় মিছিল করে। সেদিন মিছিল নয়ারহাট বাজারে যেতেই বিজেপির বিরুদ্ধে বোমাবাজি করা হয় বলেই অভিযোগ আসে। পরে পুলিশ নিরাপত্তার মধ্যে সেদিন তৃণমূলের পথসভা করা হয়।

এরপর ওই ভাঙা পার্টি অফিসের সামনেই ওই দিন তৃণমূল দলীয় ঝান্ডাও ওড়ায়। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যাতেই বিজেপি নয়ারহাট বাজারে পাল্টা মিছিল করে। আর এখানেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে, পার্টি অফিসের সামনে থাকা দলের পতাকা বিজেপির লোকেরাই খুলে ফেলেছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!