এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পার্টি অফিস নিয়ে বিতর্কে জড়াল বিজেপি, ঝাঁ চকচকে কার্যালয়ের জন্য নেই কোনো পুরসভার অনুমতি!

পার্টি অফিস নিয়ে বিতর্কে জড়াল বিজেপি, ঝাঁ চকচকে কার্যালয়ের জন্য নেই কোনো পুরসভার অনুমতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- যে কোনো নির্মাণকাজের ক্ষেত্রে প্রথমে পুরসভার অনুমতি নেওয়া প্রয়োজন হয়। তারপর সেই অনুমতি পাওয়া গেলে তবেই নির্মাণকাজ শুরু করা যায়। কিন্তু সম্প্রতি বিজেপির বিশাল পার্টি অফিস নির্মাণের ক্ষেত্রে কোনো পুর অনুমোদন না নিয়েই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, মালদহ শহরের পুরাটুলি বাঁধ রোডে নতুন করে বিজেপি অফিস বানানো হচ্ছে। প্রায় ছয় কাঠা জায়গা জুড়ে এই পার্টি অফিসটি তিনতলা করা হচ্ছে। সেইসঙ্গে এখানে থাকছে ১৫টি ঘর। বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য এই কার্যালয়টিকেই ‘ওয়্যার রুম’ হিসেবে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে জেলা বিজেপি।

অর্থাৎ বিজেপির অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, হরিশ দ্বিবেদীর মতো কেন্দ্রীয় নেতারা বা রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারিরা এখন থেকে যে মালদহে এলে হোটেলের পরিবর্তে নতুন এই জেলা পার্টি অফিসেই থাকবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না। আর সম্প্রতি জানা গেছে এই কাজের জন্য বিজেপি পুর আইন মোতাবেক কোনও অনুমোদন নেয়নি। আর এমন কথায় বলেই অভিযোগ এসেছে ইংলিশবাজার পুরসভা কর্তৃপক্ষের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে ইংলিশবাজার পুরসভা সূত্রে জানান হয়েছে, পুরসভার অনুমোদন না নিয়েই পার্টি অফিসের উচ্চতা বৃদ্ধির বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বকে লিখিত নোটিস পাঠানো হতে পারে। তবে এক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষের অভিযোগ বিজেপি মানেনি। জেলা বিজেপির কথায়, প্রায় ১৭ বছর আগে অনুমোদন নেওয়া হয়েছিল। এবার এক্ষেত্রে পুরসভার কাছে যদি নথি না থাকে সেটা কর্তৃপক্ষের ব্যর্থতা।

আর তাই এই নিয়ে ইংলিশবাজার পুরসভার বিরুদ্ধে যদি বিজেপিকে আইনি লড়াই লড়তেও হয়, তবে সেটা করতেও তারা প্রস্তুত বলেই জানিয়েছে দলের জেলা নেতৃত্ব। এই ঘটনার পর নিজেদের মধ্যে দফায় দফায় আলচনা সেরে বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছে পুরসভা কর্তৃপক্ষ। ২০০৩ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের সময়তেই পুরসভা থেকে এই ভবনকে বহুতল করার অনুমতি নেওয়া হয়েছিল।

তার ব্লু-প্রিন্টও দলের কাছে রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তাই একই ভবনের জন্য বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। তাঁর মতে, পুরসভা সম্ভবত ওই অনুমতির কপিটি হারিয়ে ফেলে এখন ভিত্তিহীন অভিযোগ করছে বলেই মনে করছেন তিনি। এরই সঙ্গে দলের জেলা সহ সভাপতি জানিয়েছেন, নির্বাচন হলেই ইংলিশবাজার পুরসভা দখল করবে বিজেপি। তখন তৃণমূল নেতাদের সব বেআইনি নির্মাণের তালিকা তৈরি করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!