এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পড়ুয়াদের জন্য আবার নতুন উপহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পড়ুয়াদের জন্য আবার নতুন উপহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপহার পেতে দেখা গেছে স্কুলপড়ুয়াদের। যার মধ্যে সবুজ সাথীর সাইকেল যেমন আছে, তেমনি আছে স্কুলের বই- খাতা, জামা, জুতোর মতো উপহার। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার জন্য একাউন্টে ১০ হাজার টাকা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবার একটি নতুন উপহার দেবার পরিকল্পনা করছেন তিনি স্কুলপড়ুয়াদের। এবার সমস্ত স্কুলে ফুটবল বিতরণের বিষয়ে চিন্তা ভাবনা করছেন তিনি। ছাত্র ছাত্রীদের খেলাধুলায় উৎসাহী করতে তাঁর এই বিশেষ পদক্ষেপ।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি জানান যে, বাজারে ট্যাবের অমিল রয়েছে। একারণে ছাত্রছাত্রীদের একাউন্টে ১০ হাজার টাকা করে তিনি পাঠিয়ে দেবেন, বলে ঘোষনা করেন। সে টাকা দিয়ে ছাত্রছাত্রীরা মোবাইল বা ট্যাব কিনতে পারবে। এরপর একাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের। টাকা এসেও গেছে অনেকের একাউন্টে। এই পরিস্থিতিতে শোনা গেল এবার ফুটবল দেয়া হবে বিভিন্ন স্কুল গুলিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি আরো উত্সাহী করে তুলতে এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নির্বাচনের পূর্বেই এ কাজ সম্পন্ন করা হবে বলে, সূত্রের খবর। আবার, বিভিন্ন সংশোধনাগারের বন্দিরা যে ফুটবল তৈরি করেছিলেন, সে ফুটবল বিভিন্ন খেলায় ব্যবহার করা হয়েছে। জানা যায়, বিভিন্ন সংশোধনাগারের বন্দিরা ইতিমধ্যেই ৫০ হাজার ফুটবল তৈরি করে ফেলেছেন। এই ফুটবল গুলো বিভিন্ন স্কুলে বিতরণের বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

ইতিপূর্বে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, বিধায়কদের দিয়ে বিধানসভা এলাকার স্কুলগুলিতে ফুটবল বিতরণ করা হবে। তবে এ বিষয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বেই এই কর্মসূচি নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। খেলাধুলায় উৎসাহদান এর লক্ষ বলা হলেও, অনেকেই মনে করছেন, এটি ভোট বৈতরণী পারাপারের অন্যতম প্রয়াস মাত্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!