এখন পড়ছেন
হোম > অন্যান্য > পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবার করোনা রিপোর্টে শিথিলতা, কার্যত বিপদ কি বাড়বে এই সিদ্ধান্তে? শুরু বিতর্ক

পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবার করোনা রিপোর্টে শিথিলতা, কার্যত বিপদ কি বাড়বে এই সিদ্ধান্তে? শুরু বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন ব্যবসা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত লকডাউনের ধাক্কায় বিভিন্ন জায়গায় পর্যটন শিল্প মার খেতে শুরু করেছে। অন্যদিকে রাজ্যে করোনা পরিস্থিতি একটু ভালো হতেই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে দর্শকের। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি সামাল দিতে এতদিন পর্যন্ত প্রতিষেধকের দুটি ডোজের সার্টিফিকেট কিংবা rt-pcr টেস্টের রিপোর্ট দেখাতে হচ্ছিল। কিন্তু এবার সেই নিয়মে কিছু পরিবর্তন নিয়ে আসা হল।

কার্যত রাজ্যের পর্যটন শিল্পকে বাঁচাতে পর্যটন দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছে, এবার থেকে বার rt-pcr নয়, অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে পৌছে যাওয়া যাবে রাজ্যের যেকোনো পর্যটন কেন্দ্রে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এতদিন ধরে তারাপীঠ, বকখালি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের rt-pcr রিপোর্ট দেখা হচ্ছিল। কিন্তু rt-pcr টেস্টের খরচ এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে যে সময় লাগছিল, তা এড়াতে বহু পর্যটক বেড়াতে যাওয়া বাতিল করে দিচ্ছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই অবস্থায় ব্যবসায়ী এবং হোটেল লজ মালিকরা আবারও হোঁচট খেতে শুরু করেছিলেন। একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করতেই আবারও সমস্যা তৈরি হচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অ্যান্টিজেন টেস্ট রিপোর্টের ভিত্তিতেই পর্যটকরা যেন বেড়াতে আসতে পারে সেই অনুমতি যেন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এবং রাজ্য পর্যটন দপ্তর পর্যটন শিল্পের কথা চিন্তা করে কিছুটা কড়াকড়ি শিথিল করলো বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত কয়েক দিন যাবত রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে শুধুমাত্র rt-pcr টেস্ট না থাকার দরুণ কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকার দরুণ ফিরে আসতে হয়। সেক্ষেত্রে পর্যটকদের হয়রানিও কম হয়নি। তবে রাজ্য পর্যটন দফতর থেকে বলে দেওয়া হয়েছে, করোনা রিপোর্ট সংক্রান্ত নিয়ম শিথিল করা হলেও বাকি সমস্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে সমস্ত পর্যটক এবং হোটেল মালিকদের।

কিন্তু কার্যত তা কিন্তু দেখা যাচ্ছেনা। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যে সমস্ত পর্যটকদের দেখা যাচ্ছে, তাঁরা ব্যাপকভাবে করোনার বিধি ভেঙে চলেছেন। অনেকেরই মুখে মাক্স নেই দেখা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা এমনিতেই করোনার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এই অবস্থায় পর্যটকদের এই হঠকারিতা করোনার তৃতীয় ঢেউ আরও ত্বরান্বিত করবে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রিপোর্ট সংক্রান্ত নিয়মাবলী শিথিল করা কতটা যুক্তিযুক্ত হল তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!